আগমনী গান শোনা যায় – মান্না দে, শ্যামল গুপ্ত, মৃণাল বন্দোপাধ্যায়

আগমনী গান শোনা যায় গানটি একটি আগমনী গান। গানটি লিখেছেন গীতিকার শ্যামল গুপ্ত এবং সুর করেছেন সুরকার মৃণাল বন্দোপাধ্যায়। আগে পূজার আগে এ্যালবাম করা হতো। তেমনই পূজার এ্যালবাম হিসেবে এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মান্না দে।

 

আগমনী গান শোনা যায়

আগমনী গান শোনা যায় এলো আশ্বিন,
নীল আকাশে শরত হাসে শিউলি ঝরা দিন।

বাপের ঘরে আসবেন উমা সঙ্গে ছেলে মেয়ে,
থাকবেন মা মেনকার কত আদর পেয়ে।
এই কটা মা উমা যে ভক্তের অধীন….

আগমনী’ গান শোনা যায় এলো আশ্বিন,
নীল আকাশে শরত হাসে শিউলি ঝরা দিন।

দেবীপক্ষের আগনে ঢাকের বাদ্যি বাজে
দেবীপক্ষের আগনে ঢাকের বাদ্যি বাজে
নানান রঙ্গে নতুন সাজে পুরো বাসী সাঁজে

দেবীপক্ষের আগনে ঢাকের বাদ্যি বাজে
নানান রঙ্গে নতুন সাজে পুরো বাসী সাঁজে
আবার বিষর্জনের পালায় হবে দিনগুালো মলিন।

আগমনী’ গান শোনা যায় এলো আশ্বিন,
নীল আকাশে শরত হাসে শিউলি ঝরা দিন।

এমাসেতেই পূজা করি ভরা পূর্ণিমাতে
মা লক্ষ্মী আসেন ধরায় সোনার ঝাঁপি হাতে
মাস চলে যায় এই ভাবে হায় এক নিমেষে দিন।

Leave a Comment