আজ রাতে চাঁদের কী অসহ্য আলো – গানটি একটি জনপ্রিয় বাংলা আধুনিক গান। এই গানটি লিখেছেন গীতিকার পুলক বন্দোপাধ্যায়। গানটিতে সুর ও কণ্ঠ্য দিয়েছেন মান্না দে।
আজ রাতে চাঁদের কী অসহ্য আলো
আজ রাতে চাঁদের কি অসহ্য আলো,
মন জ্বলে প্রাণ জ্বলে তবু লাগে ভালো।।
জীবণে কখনো চাঁদ পাতেনি এমন ফাঁদ
এত সাবধানে যাই তবু ধরা পরে যাই।
ছুটে চলে যেতে গেলে জ্যোৎস্না জড়িয়ে ধরে,
একি দশা হলো আমায় একি দশা হলো।
মন জ্বলে প্রাণ জ্বলে তবু লাগে ভালো।।
আজ রাতে চাঁদের কি অসহ্য আলো।।
আলোর ধাঁধাঁয় তাই আঁধার যে দেখে যাই,
পথ নেই পালাবার আজ যে কি হবে আমার।
এখন যে কি করি আমি কারো যদি জানা থাকে,
দয়া করে বলো আমায় দয়া করে বলো,
মন জ্বলে প্রাণ জ্বলে তবু লাগে ভালো,
আজ রাতে চাঁদের কি অসহ্য আলো।