আমার ভিনদেশী তারা লিরিক্স [ Amar Bhindeshi Tara Lyrics ] । চন্দ্রবিন্দু । অনিন্দ্য চট্টোপাধ্যায় । Anindya Chatterjee

আমার ভিনদেশী তারা লিরিক্স [ Amar Bhindeshi Tara Lyrics ]

চন্দ্রবিন্দু

অনিন্দ্য চট্টোপাধ্যায় । Anindya Chatterjee

অনিন্দ্য চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ জেলার কলকাতাবাসি একজন জনপ্রিয় বাঙালি গায়ক, গীতিকার, সুরকার এবং অভিনেতা। বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর তিনি একজন প্রধান গায়ক ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।

চন্দ্রবিন্দু কলকাতার একটি বাংলা ব্যান্ড দল। তাদের নাম নেয়া হয়েছে বাংলা বর্ণমালার শেষ অক্ষর  থেকে। এছাড়া জনপ্রিয় বাংলা ছড়াকার সুকুমার রায়ের ননসেন্স ছড়ার বই হযবরল এর একটি উক্তি থেকেও তারা এই নাম রাখার প্রেরণা পেয়েছেন।

১৯৮৯ সালে যাত্রা শুরু করে ব্যান্ডটি। ব্যান্ডটি চন্দ্রিলের বিদ্রুপাত্মক, কথ্য ভাষার গানের কথার জন্য পরিচিত। এসব কথায় সাম্প্রতিক ঘটনা এবং সাংস্কৃতিক পরিমন্ডলের বিভিন্ন সূত্র দেয়া থাকে। এছাড়া তারা উপল ও অনিন্দ্যের লেখা ভিন্ন ধাঁচের গানও পরিবেশন করে থাকে।

আমার ভিনদেশী তারা লিরিক্স [ Amar Bhindeshi Tara Lyrics ] । চন্দ্রবিন্দু । অনিন্দ্য চট্টোপাধ্যায় । Anindya Chatterjee

আমার ভিনদেশী তারা লিরিক্স [ Amar Bhindeshi Tara Lyrics ] । চন্দ্রবিন্দু । অনিন্দ্য চট্টোপাধ্যায় । Anindya Chatterjee

আমার ভিনদেশী তারা লিরিক্স

আমার ভিনদেশী [ek]তারা

একা রাতেরই আকাশে

তুমি বাজালে একতারা[ektara]

আমার চিলে কোঠার পাশে

ঠিক সন্ধ্যে নামের মুখে

তোমার নাম ধরে [:o]কেউ ডাকে

মুখ লুকিয়ে কার বুকে

তোমার গল্প বলো কাকে?

আমার রাতজাগা তারা

তোমার অন্য পাড়ায় বাড়ি

আমায় ভয় পাওয়া চেহারা

আমি আদতে আনাড়ি

আমার ভিনদেশী তারা লিরিক্স [ Amar Bhindeshi Tara Lyrics ] । চন্দ্রবিন্দু । অনিন্দ্য চট্টোপাধ্যায় । Anindya Chatterjee

আমার আকাশ দেখা ঘুড়ি

কিছু মিথ্যে[:p] বাহাদুড়ি

আমার চোখ বেঁধে দাও আলো

দাও শান্ত শীতল পাটি

তুমি মায়ের মতই ভালো

আমি একলাটি পথ হাঁঠি…

আমার বিচ্ছিরি একতারা

তুমি নাওনা কথা কানে

তোমার কিসের এত তাড়া?

এ রাস্তা পার হবে সাবধানে…

তোমার গায় লাগেনা ধুলো

আমার দু’মুঠো চাল-চুলো

রাখো শরীরে হাত যদি

আর জল মাখো দুই হাতে…

প্লীজ ঘুম হয়ে যাও

আমার ভিনদেশী তারা লিরিক্স [ Amar Bhindeshi Tara Lyrics ] । চন্দ্রবিন্দু । অনিন্দ্য চট্টোপাধ্যায় । Anindya Chatterjee

Amar Vindeshi Tara Lyrics :

Amar bhindeshi tara
Eka raateri akashe
Tumi bajale ektaara
Amar chilekothar pashe
Thik sondhey namar mukhey
Tomar naam dhore keu daake
Mukh lukiye kaar buke
Tomar golpo bolo kake
Amar raat jaga tara
Tomar onno paray bari
Amar bhoy pawa chehara
Ami adote anari
Amar akash dekha ghuri
Kichu mitthey bahaduri (x2)
Amar chokh bendhey dao alo..

আমার ভিনদেশী তারা লিরিক্স [ Amar Bhindeshi Tara Lyrics ] । চন্দ্রবিন্দু । অনিন্দ্য চট্টোপাধ্যায় । Anindya Chatterjee
Dao shanto shitol paati

Tumi maayer motoi bhalo
Ami eklati poth haati
Amar bicchiri ektaara
Tumi nao na kotha kane
Tomar kisher eto taara
Se rashta paar hobe sabdhane

আমার ভিনদেশী তারা লিরিক্স [ Amar Bhindeshi Tara Lyrics ] । চন্দ্রবিন্দু । অনিন্দ্য চট্টোপাধ্যায় । Anindya Chatterjee

আরও দেখুনঃ

ভালোবাসি ভালোবাসি লিরিক্স | bhalobashi bhalobashi lyrics | রবীন্দ্রনাথ ঠাকুর | ইন্দ্রানী সেন

 

Leave a Comment