![আমার সন্ধ্যা প্রদীপ [ Amar Sandhyapradip ] 1 আমার সন্ধ্যা প্রদীপ](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_187,h_270/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/download-2022-03-07T145745.207.jpg)
“আমার সন্ধ্যা প্রদীপ” গানটি প্রণর রায় এর লেখা একটি গান । গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ।
আমার সন্ধ্যা প্রদীপ [Amar Sandhyapradip ]
গীতিকারঃ প্রণর রায়
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়
আমার সন্ধ্যা প্রদীপ [Amar Sandhyapradip ]
আমার সন্ধ্যা প্রদীপ জ্বলবে আঙিনায়
তুমি ফিরে আসবে বলে, জ্বলবে আঙিনায়।।
আমার দুটি ব্যাকুল আঁখির ছায়
সাঝের তারা ঊঠবে জ্বলে
তুমি ফিরে আসবে বলে জ্বলবে আঙিনায়
আমার সন্ধ্যা প্রদীপ জ্বলবে আঙিনায় ।।
আতৃপ্ত মন পথ চাওয়া যে
![আমার সন্ধ্যা প্রদীপ [ Amar Sandhyapradip ] 2 আমার সন্ধ্যা প্রদীপ](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_194,h_259/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/download-2022-03-07T145748.725.jpg)
দুলে আমার প্রাণের মাঝে ।।
আমার ফাগুল আসবে বলে
তোমার আশার লগ্ন হলে
তুমি ফেরে আসবে বলে জ্বলবে আঙিনায়
আমার সন্ধ্যা প্রদীপ জ্বলবে আঙিনায়।
হারানো সেই দিনগুলি হায়
আজও সুখের সপ্ন সাজায় ।।
হৃদয়ের সবি ভুলতে পারি
সৃতির বেদন নাহি ভুলে
তুমি ফিরে আসবে বলে জ্বলবে আঙিনায়
আমার সন্ধ্যা প্রদীপ জ্বলবে আঙিনায় ।।
আমার দুটি ব্যাকুল আঁখির ছায়
সাঝের তারা ঊঠবে জ্বলে
তুমি ফিরে আসবে বলে জ্বলবে আঙিনায়
আমার সন্ধ্যা প্রদীপ জ্বলবে আঙিনায় ।।
প্রণব রায়ঃ
![আমার সন্ধ্যা প্রদীপ [ Amar Sandhyapradip ] 3 আমার সন্ধ্যা প্রদীপ](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_233,h_251/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/download-2022-03-07T145726.049.jpg)
প্রণব রায় বাংলা গানের স্বর্ণযুগের প্রখ্যাত কবি ও গীতিকার। বিশ শতকের তিনের ও চারের দশকের আধুনিক ও চিত্রগীতির সবচেয়ে জনপ্রিয় ও প্রবাদ প্রতিম ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এর অন্যতম ছিলেন তিনি। প্রণব রায়ের জন্ম বৃটিশ ভারতের কলকাতার বেহালা বড়িশার সাবর্ণ রায়চৌধুরীর বংশে। পিতা ছিলেন দেবকুমার রায়চৌধুরী। ছাত্রাবস্থা থেকেই তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাবশিষ্য ছিলেন এবং তার রচনার প্রতি আকর্ষণ ছিল। এমনিতেই ছোটবেলা থেকে প্রণবের কবিতার প্রতি ভালোবাসা ছিল। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সংস্পর্শে আসেন। গীতিকার হওয়ার প্রেরণা পেয়েছিলেন কবির কাছ থেকে। তার রচিত চারটি গান কাজী নজরুল ইসলামের অনুমোদনে ১৯৩৪ খ্রিস্টাব্দে শারদীয়ায় হিজ মাস্টার্স ভয়েস রেকর্ডে প্রথম প্রকাশিত হয়।
দীর্ঘ চল্লিশ বছরে তিনি দু-হাজারেরও বেশি গান লিখেছেন। বাংলা আধুনিক গানের সাথে ছায়াছবির জন্যও গান লিখেছেন। ছবির পরিবেশের সাথে সাযুজ্য রেখে কাব্যগুণসমন্বিত গান রচনা করতেন। তিনি যে গল্পগীতি গুলি রচনা করেছেন সেগুলির প্রতি ছন্দে জীবনের সূক্ষ্ম অনুভূতি ধরা পড়ে।
আরও দেখুনঃ