আমি ঝড়ের কাছে রেখে গেলাম [ Ami jharer kache rekhe gelam ]

আমি ঝড়ের কাছে রেখে গেলাম  [ Ami jharer kache rekhe gelam ] গানটি সলিল চৌধুরী রেকর্ড করান ১৯৬১ সালে  তার প্রিয় গায়ক হেমন্ত মুখোপাধ্যায় কে দিয়ে। গানটি দারুন হিট করে। সলিল আর হেমন্ত জুটি ইতিহাস সৃষ্টিকারী বহু গান উপহার দিয়েছেন। সলিল এর পুরুষ গায়কের মধ্যে সবচেয়ে প্রিয়ও ছিলেন হেমন্ত বাবু।

 

আমি ঝড়ের কাছে রেখে গেলাম লিরিক্স, ami jharer kache rekhe gelam lyrics ]

গীতিকার : সলিল চৌধুরী

সুরকার : সলিল চৌধুরী

প্রথম রেকর্ডের কণ্ঠশিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়

আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা
আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা

আমি কাঁদলাম বহু হাসলাম
এই জীবন জোয়ারে ভাসলাম

আমি বন্যার কাছে ঘূর্ণীর কাছে রাখলাম নিশানা
ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা

কখন জানিনা সে
তুমি আমার জীবনে এসে
যেন সঘন শ্রাবনে প্লাবনে দুকূলে ভেসে
শুধু হেসে, ভালোবেসে
কখন জানিনা সে
তুমি আমার জীবনে এসে
যেন সঘন শ্রাবনে প্লাবনে দুকূলে ভেসে
শুধু হেসে, ভালোবেসে

যতো যতনে সাঁজানো স্বপ্ন, হলো সকলই নিমেষে ভগ্ন
আমি দূর্বার স্রোতে ভাসলাম তরী অজানায় নিশানা
ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা

ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো
সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো
যদি ডাকো! যদি ডাকো!
ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো
সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো
যদি ডাকো! যদি ডাকো!

আমি আবার কাঁদবো হাসবো
এই জীবন জোয়ারে ভাসবো
আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাবো নিশানা
ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা

আমি কাঁদলাম বহু হাসলাম
এই জীবন জোয়ারে ভাসলাম
আমি বন্যার কাছে ঘূর্ণীর কাছে রাখলাম নিশানা
ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।

 

 

YaifwwriN4BzRFCyqbslL4 আমি ঝড়ের কাছে রেখে গেলাম [ Ami jharer kache rekhe gelam ]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

প্রথম রেকর্ড :

পরে শ্রীকান্ত গেয়েছেন:

 

Leave a Comment