![আমি পাথরে ফুল ফোটাবো লিরিক্স [ Ami Pathore Ful Photabo Lyrics ] ।এন্ড্রু কিশোর । Andrew Kishore 1 আমি পাথরে ফুল ফোটাবো লিরিক্স [ Ami Pathore Ful Photabo Lyrics ] ।এন্ড্রু কিশোর । Andrew Kishore](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-80-converted-converted-1-300x157.jpg)
আমি পাথরে ফুল ফোটাবো লিরিক্স [ Ami Pathore Ful Photabo Lyrics ] ।এন্ড্রু কিশোর । Andrew Kishore
আমি পাথরে ফুল ফোটাবো লিরিক্স
আমি পাথরে ফুল ফোটাবো
শুধু ভালোবাসা দিয়ে
আমি পাথরে ফুল ফোটাবো
শুধু ভালোবাসা দিয়ে
আমি সাগরে ঢেউ থামাবো
শুধু ভালোবাসা দিয়ে
তুমি যদি থাকো, আমারি পাশে
আমি পাথরে ফুল ফোটাবো
শুধু ভালোবাসা দিয়ে
আমি সাগরে ঢেউ থামাবো
শুধু ভালোবাসা দিয়ে
তুমি যদি থাকো, আমারি পাশে
আমি পাথরে ফুল ফোটাবো
শুধু ভালোবাসা দিয়ে
মনে মনে যারে
খুঁজে চলি আমি
জানিনা তো কোথায়
আছো সেই তুমি
ও মনে মনে যারে
খুঁজে চলি আমি
জানিনা তো কোথায়
আছো সেই তুমি
ডাকো কাছে ডাকো, সাথী হয়ে থাকো
এই জীবনে
আমি পাথরে ফুল ফোটাবো
শুধু ভালোবাসা দিয়ে
আমি সাগরে ঢেউ থামাবো
শুধু ভালোবাসা দিয়ে
ঝিকিমিকি তাঁরা
জ্বলে আর নেবে
কাটেনা যে সময়
তোমায় ভেবে ভেবে
ও ঝিকিমিকি তাঁরা
জলে আর নেবে
কাটেনা যে সময়
তোমায় ভেবে ভেবে
কবে দেখা দেবে কাছে টেনে নিবে
এই ভুবনে
আমি পাথরে ফুল ফোটাবো
শুধু ভালোবাসা দিয়ে
আমি সাগরে ঢেউ থামাবো
শুধু ভালোবাসা দিয়ে
তুমি যদি থাকো, আমারি পাশে
আমি পাথরে ফুল ফোটাবো
শুধু ভালোবাসা দিয়ে
আমি সাগরে ঢেউ থামাবো
শুধু ভালোবাসা দিয়ে
Ami Pathore Ful Photabo Lyrics
Ami Pathore Ful Photabo
Shudhu Valobasha Diye
Ami Pathore Ful Photabo
Shudhu Valobasha Diye
Ami Sagarer Dhew Thamabo
Shudhu Valobasha Diye
Tumi Jodi Thako Amari Pashe
Ami Pathore Ful Photabo
Shudhu Valobasha Diye
O Mone Mone Jhare
Khuje Coli Ami
Janina to Kothay Acho Sei Tumi
O Mone Mone Jhare
Khuje Coli Ami
Janina to Kothay Acho Sei Tumi
Dako Kache Dako
Sathi Hoye Thako
Amar Ei Jibone.
Ami Pathore Ful Photabo
Shudhu Valobasha Diye
Ami Sagarer Dhew Thamabo
Shudhu Valobasha Diye
O Jhiki Miki Tara
Jole Ar Neve
Katena Je Somoy
Tomay Vebe Vebe.
O Jhiki Miki Tara
Jole Ar Neve
Katena Je Somoy
Tomay Vebe Vebe.
Kobe Dekha Debe
Sathi Kore Nebe
Ei Bhubone.
Ami Pathore Ful Photabo
Shudhu Valobasha Diye
Ami Sagarer Dhew Thamabo
Shudhu Valobasha Diye
Tumi Jodi Thako Amari Pashe
Ami Pathore Ful Photabo
Shudhu Valobasha Diye.
আরও দেখুনঃ
মানিকে মাঙ্গে হিতে লিরিক্স-উহানী-[ Manike Mage Hithe Lyrics-Yohani ]