আস্কর আলী পণ্ডিত । বাঙালি লোককবি, প্রাচীন পুঁথি রচয়িতা, গীতিকার এবং লোকশিল্পী

আস্কর আলী পণ্ডিত একজন বাঙালি লোককবি, প্রাচীন পুঁথি রচয়িতা, গীতিকার এবং লোকশিল্পী। তার উল্লেখযোগ্য পুঁথির মধ্যে রয়েছে জ্ঞান চৌতিসা ও পঞ্চসতী প্যারজান।

 

প্রাথমিক জীবন

আনুমানিক ১৮৫৫ সালে (মতান্তরে ১৮৪৬) চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী গ্রামে আস্কর আলী পণ্ডিত জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান নিয়ে গবেষকদের ভিন্নমত রয়েছে; কারো মতে, তিনি জন্মগ্রহণ করেন সাতকানিয়া উপজেলার পুরানগড় গ্রামে। তার পিতা মোশাররফ আলী, পিতামহ দোলন ফকির ও প্রপিতামহ বাছির মোহাম্মদ। তার এক ভাই আমিরজান এবং চার বোনেরা হলেন রহিমজান, ফুলজান, সাহেব জান ও মেহেরজান। নয় বছর বয়সে তার পিতা মারা যান। জ্ঞান চৌতিসা নামক তার এক লেখনীতে তিনি নিজ আত্মকথা বর্ণনা করেছেন এভাবে-

তথা হীন মুই দীন আস্কর আলী নাম
দুঃখের বসতি এই শোভনদন্ডী গ্রাম।
ধনজনহীন আর বুদ্ধি বিদ্যাহীন
তেকারণে নিজ কর্ম্মে নয় মনলিন।
জনক মোসরফ আলী গুণে সুরচির
তান পিতা নাম শ্রেষ্ঠ দোলন ফকির।

পণ্ডিত আস্কর আলীর বাল্যকাল ও শিক্ষাজীবন সম্পর্কে বিস্তারিত জানা যায় না গেলেও তিনি আধ্যাত্মিক সাধক ছিলেন তিনি তাহার লিখিত বই সমূহ কোন প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া লিখেছেন। তিনি সকল জ্ঞান আধ্যাত্মিক ভাবে লাভ করেন। বর্তমানে তিনি যে জায়গায় শায়িত আছেন সেই জায়গায় একাধারে ৪০ বছর আছর এর নামাজ আদায় করেন । জ্ঞান চৌতিসা রচনায় তিনি লিখেছেন-

ধনজন হীন বিদ্যা শিখিতে না পারি।
কিঞ্চিত দিলেক প্রভু সমাদর করি।

 

আস্কর আলী পণ্ডিত । বাঙালি লোককবি, প্রাচীন পুঁথি রচয়িতা, গীতিকার এবং লোকশিল্পী

ব্যক্তিগত জীবন

আস্কর আলী পণ্ডিতের তিন স্ত্রী। প্রথম স্ত্রী রাহাতুন নেছা, দ্বিতীয় স্ত্রী মিছরি জান ও তৃতীয় স্ত্রী আতর জান। সন্তানেরা হলেন প্রথম স্ত্রীর লতিফা খাতুন প্রকাশ লেইস্যা খাতুন, দ্বিতীয় স্ত্রীর-আবদুল ছমদ ও বাচা মিয়া, তৃতীয় স্ত্রীর আবদুর রশিদ, ছমন খাতুন, বদলসহ মোট ৬ সন্তান।[তথ্যসূত্র প্রয়োজন]

রচনা

আস্কর আলী পণ্ডিত অসংখ্য মরমী গানের রচয়িতা। কি দুঃখ দি গেলা মোরে এবং ডাইলেতে লড়ি চড়ি বইও তার লেখা গানের মধ্যে অন্যতম। জ্ঞানচৌতিসা, পঞ্চমতী, পেয়ারজান, নীলাপতি, চম্পাবতি, চাতক, আজল বকসু, সোনাইর বারমাসি, চান্দ্রমাস, তমিম জালাল প্রভৃতি বইগুলি তার উল্লেখযোগ্য রচনা।

  • বর্গশাস্ত্র,
  • নন্দবেহার,
  • নন্দক বিলাস
  • গীত বারমাস
  • সতী সঙ্গিনী
  • নন্দসাগর
  • হাদিস বাণী
  • নাটকঃকাজীর পাট।

 

মৃত্যু

আস্কর আলী পণ্ডিত মার্চ ১১, ১৯২৬ সালে মৃত্যু বরণ করেন।

সম্মাননা

আস্কর আলী পণ্ডিতের স্মৃতি রক্ষার্থে আস্কর আলী পণ্ডিত স্মৃতি সংসদ নামে একটি সংগঠন চালু রয়েছে।

Leave a Comment