ইন্দুবালা গো [Indubala go]

ইন্দুবালা গো গানটি একটি বাউল গান । যা গেয়েছেন বাংলাদেশী অভিনেতা এবং সঙ্গীতশিল্পী ফজলুর রহমান বাবু । ফজলুর রহমান বাবু সংক্ষেপে বাবু নামে অধিক পরিচিত। তিনি শতাধিক বাংলাদেশি টেলিভিশন নাটক, তার সাথে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বহু টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন।

ইন্দুবালা গো [Indubala go]

গীতিকারঃ ফজলুর রহমান বাবু

ইন্দুবালা গো [Indubala go]

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া..
ইন্দুবালা-গো, ইন্দুবালা-গো..

ইন্দুবালা-গো ও..
তুমি কোন আকাশে থাকো
জোৎস্না কারে মাখো
কার উঠোনে পড়ো ঝরিয়া
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া..
ইন্দুবালা-গো, ইন্দুবালা-গো..

মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে
একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে।
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া..
ইন্দুবালা-গো, ইন্দুবালা-গো..

স্বৃতির ডালে সুখের পক্ষি ঘুঙুর পইরা নাচে
অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাঁচে।
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া..

ইন্দুবালা-গো ও..
তুমি কোন আকাশে থাকো
জোৎস্না কারে মাখো
কার উঠোনে পড়ো ঝরিয়া
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া..
ইন্দুবালা-গো, ইন্দুবালা-গো..

 

YaifwwriN4BzRFCyqbslL4 ইন্দুবালা গো [Indubala go]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ফজলুর রহমান বাবুঃ

ইন্দুবালা গো গান গাওয়া সঙ্গীতশিল্পী ফজলুর রহমান বাবু একজন বাংলাদেশী অভিনেতা এবং সঙ্গীতশিল্পী ।  তিনি সংক্ষেপে বাবু নামে অধিক পরিচিত। তিনি শতাধিক বাংলাদেশি টেলিভিশন নাটক, তার সাথে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বহু টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন । তিনি বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং ওখানে তার শৈশবের বেশিরভাগ সময় কাটান।

তিনি বাড়ির পাশে মধুমতি গান সহ  মনপুরা সিনেমায় দুইটি গানে কন্ঠ দেন । মনপুরা  ২০০৯ সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল। চলচ্চিত্রটি ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে এবং ১২তম মেরিল-প্রথম আলো পুরস্কারে দুটি বিভাগে পুরস্কার লাভ করে।।

বাবু তার প্রথম একক সঙ্গীত অ্যালবাম ইন্দুবালা (২০০৯)। এছাড়া তিনি মিশ্র সঙ্গীত অ্যালবাম মনচোর (২০০৮) এর চারটি গানে কণ্ঠ দিয়েছেন ।

Leave a Comment