ইয়া নবী সালাম আলাইকা বাংলা লিরিক্স [ Ya Nabi Salam Alayka Bangla Lyrics ] । গোলাম মোস্তফা । Golam Mustafa

ইয়া নবী সালাম আলাইকা বাংলা লিরিক্স [ Ya Nabi Salam Alayka Bangla Lyrics ]

গোলাম মোস্তফা । Golam Mustafa

গোলাম মোস্তফা (জন্ম: ১৮৯৭ – মৃত্যু: ১৩ অক্টোবর ১৯৬৪) একজন বাঙালি লেখক এবং কবি।তার কাব্যের মূল বিষয় ছিল ইসলাম ও প্রেম।

তার  জন্ম ১৮৯৭ সালে যশোর জেলার ঝিনাইদহ মহকুমার শৈলকূপা থানার অন্তর্গত মনোহরপুর গ্রামে। পিতা কাজী গোলাম রব্বানী, পিতামহ কাজী গোলাম সরওয়ার।

ইয়া নবী সালাম আলাইকা বাংলা লিরিক্স [ Ya Nabi Salam Alayka Bangla Lyrics ] । গোলাম মোস্তফা । Golam Mustafa

তারা ছিলেন সাহিত্যানুরাগী-ফারসী ও আরবী ভাষায় সুপন্ডিত। তার তিন পুত্রের মাঝে বড়ো ছেলে প্রখ্যাত শিক্ষক মোস্তফা আব্দুল আজীজ দীর্ঘ সময় ধরে ক্যাডেট কলেজে (রাজশাহী ক্যাডেট কলেজ সহ বিভিন্ন ক্যাডেট কলেজে) শিক্ষাকতা করেছেন।

দ্বিতীয় ছেলে হলেন বিখ্যাত পাপেটনির্মাতা ও চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার এবং সাম্প্রতিককালের অস্কারজয়ী বাংলাদেশী নাফিস বিন জাফর তার নাতি।

 

ইয়া নবী সালাম আলাইকা বাংলা লিরিক্স [ Ya Nabi Salam Alayka Bangla Lyrics ] । গোলাম মোস্তফা । Golam Mustafa

ইয়া নবী সালাম আলাইকা বাংলা লিরিক্স

ইয়া নবী সালাম আলাইকা
ইয়া রাসুল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা
সালাওয়া তুল্লা আলাইকা।।

ইয়া নবী সালাম আলাইকা বাংলা লিরিক্স [ Ya Nabi Salam Alayka Bangla Lyrics ] । গোলাম মোস্তফা । Golam Mustafa

তুমি যে নূরের নবী
নিখিলের ধ্যানের ছবি
তুমি না এলে দুনিয়ায়
আঁধারে ডুবিত সবি।।

চাঁদ সুরুজ আকাশে আসে
সে আলোয় হৃদয় না হাসে
এলে তাই হে নব রবি
মানবের মনের আকাশে।।

তোমারি নূরের আলোকে
জাগরণ এল ভুলোকে
গাহিয়া উঠিল বুলবুল
হাসিল কুসুম পুলকে।।

ইয়া নবী সালাম আলাইকা বাংলা লিরিক্স [ Ya Nabi Salam Alayka Bangla Lyrics ] । গোলাম মোস্তফা । Golam Mustafa

Ya Nabi Salam Alayka Bangla Lyrics

Golam Mustafa

Ya nabi Salam Alaika
Ya rasul Salam alaika
Ya habib salam alaika
Salawatu-allah alaika

Tumi je nurer nabi
NIkhiler dhayaner chobi
Tumi na ele duniyay
adhare dubito shobi

Chad suruj akashe aashe
She aloy hridoy na hashe
Ele tai he naba robi
Manober moner akashe

ইয়া নবী সালাম আলাইকা বাংলা লিরিক্স [ Ya Nabi Salam Alayka Bangla Lyrics ] । গোলাম মোস্তফা । Golam Mustafa

Tumari nurer aloke
Jagoron elo bhuloke
Gahiya uthilo bulbul
Hashilo kushum palake

Nabi na hoye duniyar
Na hoiye feresta khodar
Hoyechi ummat tumar
tar tore shukr haza baar

ইয়া নবী সালাম আলাইকা বাংলা লিরিক্স [ Ya Nabi Salam Alayka Bangla Lyrics ] । গোলাম মোস্তফা । Golam Mustafa

আরও দেখুনঃ

আহারে জীবন লিরিক্স | ahare jibon lyrics | doob | chirkut | sharmin sultana sumi

Leave a Comment