এক সেকেন্ডের নাই লিরিক্স [ Ek Second Er Nai Lyrics ]
ফিরোজ সাঁই । Firoz Shai
ফিরোজ সাঁই বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন। সত্তুর ও আশির দশকে লোকসঙ্গীত ও আধ্যাত্মিক ধারার গানকে যারা পপসঙ্গীতের আদল দিয়েছিলেন তিনি ছিলেন তাদের পথিকৃৎ।
সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।
তার গাওয়া ‘এক সেকেন্ডের নাই ভরসা’, ‘ইঞ্জিন যদি চইলা যায় ডাব্বা লইয়া কি হইবো’ অথবা ‘ইস্কুল খুইলাছে রে মওলা, ইস্কুল খুইলাছে’ এর মতো গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে দোলা দেয় সুর ও চিন্তার আনন্দ অনুভবে।
১৬ই ডিসেম্বর ১৯৯৫ সালে শিল্পকলা একাডেমী আয়োজিত একটি গানের অনুষ্ঠানে ‘এক সেকেন্ডের নাই ভরসা’ গানটি গাওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন ফিরোজ সাঁই।
এক সেকেন্ডের নাই লিরিক্স [ Ek Second Er Nai Lyrics ] । ফিরোজ সাঁই । Firoz Shai
এক সেকেন্ডের নাই লিরিক্স
এক সেকেন্ডের নাই ভরসা
বন্ধ হবে রং তামাশা
চোখ মুদিলে হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে
এক সেকেন্ডের নাই ভরসা
বন্ধ হবে রং তামাশা
চোখ মুদিলে হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে
রঙিন রঙিন দালান কোঠা
দামী দামী গাড়ি
জমি জমা ধন লইয়া
করো কাড়াকাড়ি
রঙিন রঙিন দালান কোঠা
দামী দামী গাড়ি
জমি জমা ধন লইয়া
করো কাড়াকাড়ি
আরে সাড়ে তিনহাত জায়গাও হয় না
সাড়ে তিনহাত
আরে সাড়ে তিনহাত জায়গাও হয় না
মাটির মঞ্জিলে
চোখ মুদিলে হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে
সাদা কালো কত রঙের
কত রকম মানুষ
এই দুনিয়ার জলসা ঘরে
হইয়া থাকে বেহুঁশ
সাদা কালো কত রঙের
কত রকম মানুষ
এই দুনিয়ার জলসা ঘরে
হইয়া থাকে বেহুঁশ
আরে গানা বাজনা শেষ হইব
গানা বাজনা
আজ গানা বাজনা শেষ হইব
নেশা ফুরাইলে
চোখ মুদিলে হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে
এক সেকেন্ডের নাই ভরসা
বন্ধ হবে রং তামাশা
চোখ মুদিলে হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে
আরও দেখুনঃ