এখনো মাঝে মাঝে লিরিক্স | ekhono majhe majhe lyrics | O Priya Tumi Kothay | Asif Akbar

এখনো মাঝে মাঝে লিরিক্স | ekhono majhe majhe lyrics | O Priya Tumi Kothay | Asif Akbar

আসিফ আকবর (জন্ম: ২৫ মার্চ, ১৯৭২) বাংলা দেশের একজন জনপ্রিয় পপ-ধারার সঙ্গীত শিল্পী ও অভিনেতা। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান ‘আমারই ভাগ্যে তোমারই নাম’

এখনো মাঝে মাঝে লিরিক্স

কন্ঠশিল্পীঃ আসিফ আকবর 

 

এখনো মাঝে মাঝে লিরিক্স | ekhono majhe majhe lyrics | O Priya Tumi Kothay | Asif Akbar

 

এখনও মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘোরে,
শুনি তোমার পায়ের আও য়াজ
যেন তুমি এসেছো ফিরে।

তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে,
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে।

এই রাত সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে,
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে।

তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে,
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে।

এই প্রাণ এই মন কেঁদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে,
আমি কাটাই প্রহর আর ভালোবাসার
একা বেদনারই চরে।

তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আ ঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে।

এখনও মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘোরে,
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে।

তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে,
তুমি চলে গেছো অনেক দুরে
এই মনের আঙিনা ছেড়ে।

 

এখনো মাঝে মাঝে লিরিক্স | ekhono majhe majhe lyrics | O Priya Tumi Kothay | Asif Akbar

 

ekhono majhe majhe english lyrics

 

 

এখনো মাঝে মাঝে লিরিক্স | ekhono majhe majhe lyrics | O Priya Tumi Kothay | Asif Akbar

 

 

Ekhono majhe majhe
Majh raate ghumer ghore
Shuni tomar paayer aowaj
Jeno tumi esecho phire
Ei raat sei raat
Kete geche koto raat
Koster hawa buke niye
Aar pore ache koto na smriti
Bondi moner karagare
এখনো মাঝে মাঝে লিরিক্স | ekhono majhe majhe lyrics | O Priya Tumi Kothay | Asif Akbar
আসিফ আকবর: আসিফ আকবর (জন্ম: ২৫ মার্চ, ১৯৭২) বাংলাদেশের একজন জনপ্রিয় পপ ধারার সঙ্গীত শিল্পী ও অভি নেতা। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান ‘আমারই ভাগ্যে তোমারই নাম’ (চলচ্চিত্র: রাজা নাম্বার ওয়ান, মুক্তি প্রাপ্ত: ১৯৯৮ সাল)। ২০১৯ সালে ‘গহীনের গান’ চলচ্চিত্রের মাধ্যমে আসিফ এখন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

আসিফ কুমিল্লা জেলায় ১৯৭২ সালের ২৫ মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলী আকবর। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। তার স্ত্রীর নাম সালমা আসিফ মিতু। এ দম্পতির দুই সন্তান। তারা হলেন রণ এবং রুদ্র।

 

 

Leave a Comment