ও চাঁদ সামলে রাখো জোছনাকে [O chand samle rakho jochna]

ও চাঁদ সামলে রাখো জোছনাকে
মান্না দে

“ও চাঁদ সামলে রাখো জোসনাকে” গানটি গেয়েছেন বিখ্যাত সঙ্গীটশিল্পী মান্না দে গানটি লিখেছেন ভারতীয় বাঙালী সুরকার ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় । 

 

 

ও চাঁদ সামলে রাখো জোছনাকে [O chand samle rakho jochna]

গীতিকারঃ  পুলক বন্দ্যোপাধ্যায়

সুরকারঃ প্রভাস দে

প্রথম রেকর্ডের কন্থশিল্পীঃ মান্না দে

ও চাঁদ সামলে রাখো জোছনাকে [O chand samle rakho jochna]

ও চাঁদ.. সামলে রাখো জোছনাকে
সামলে রাখো জোছনাকে
কারো নজর.. লাগতে পারে
কারো নজর লাগতে পারে
মেঘেদের উড়ো চিঠি
উড়েও তো আসতে পারে
ও চাঁদ, সামলে রাখো জোছনাকে
ও চাঁদ, সামলে রাখো জোছনাকে

ঝলমল করিও না গো
তোমার ঐ অতো আলো (x২)
বেশী রূপ হলে পরে
সাবধানে থাকাই ভালো
মুখের ঐ উড়নিটাকে একটু রাখো
খুলনাকো দোহাই, একেবারে
ও চাঁদ, সামলে রাখো জোছনাকে
ও চাঁদ, সামলে রাখো জোছনাকে

এই সবে রাত হয়েছে
এখনি অমন হলে
মাঝরাতে আকাশটাতে
যাবে যে আগুন জ্বলে (x২)
সেই ফাঁকে তুমিও কখন
চুরি যাবে
কাকে পাবে বাঁচাতে তোমারে
ও চাঁদ, সামলে রাখো জোছনাকে
ও চাঁদ, সামলে রাখো জোছনাকে।

পুলক বন্দ্যোপাধ্যায়ঃ

ও চাঁদ সামলে রাখো জোছনাকে
পুলক বন্দ্যোপাধ্যায়

গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়  হাওড়া এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ভারতীয় বাঙালী সুরকার ও গীতিকার ছিলেন। পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হাওড়ার সালকিয়ায়। পিতা নির্বাকযুগের অভিনেতা কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায়ের শৈশবকাল কাটে হাওড়ায়।বাংলা গানের প্রায় সব প্রতিষ্ঠিত শিল্পীই তার লেখা গান গেয়েছেন । এইচ.এম.ভি. এবং আকাশবাণীর গীতিকারদের নিয়ে বিতর্কের সময় তিনি কিছুদিন প্রিয়ব্রত ছদ্মনামটি ব্যবহার করেন। আধুনিক গানের ক্ষেত্রে একটা সময়ের পর থেকে মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায় এক সফল জুটি হয়ে ওঠেন। মান্না দের গাওয়া প্রেমের গান অধিকাংশই তার রচনা।

আধুনিক বাংলা গানের কথাও তার রচনাশৈলীর গুণে চিরস্মরণীয় হয়ে আছে। মান্না দের গাওয়া তার লেখা “মা” গানগুলিও বিশেষ উল্লেখযোগ্য । গান লেখার পাশাপাশি তিনি উপন্যাস,চিত্রনাট্য ও ছড়া লিখেছেন ।

৭ সেপ্টেম্বর, ১৯৯৯ তারিখে তার দেহাবসান ঘটে।

মান্না দেঃ

ও চাঁদ সামলে রাখো জোছনাকে
মান্না দে

ও চাঁদ সামলে রাখো জোছনাকে গানের কন্ঠশিল্পী প্রবোধ চন্দ্র দে ডাক নাম মান্না দে ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী এবং সুরকারদের একজন।  আলিপুরদুয়ারে তাঁর গুণগ্রাহী দেবপ্রসাদ দাস নিজের বাড়িতে মান্না দে সংগ্রহশালা তৈরি করেছেন। বৈচিত্র্যের বিচারে তাঁকেই ভারতীয় গানের ভুবনে সবর্কালের অন্যতম সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সংগীত বোদ্ধা।

 

YaifwwriN4BzRFCyqbslL4 ও চাঁদ সামলে রাখো জোছনাকে [O chand samle rakho jochna]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

মান্না দে গায়ক হিসেবে ছিলেন আধুনিক বাংলা গানের জগতে সর্বস্তরের শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ও সফল সংগীত ব্যক্তিত্ব। এছাড়াও, হিন্দি এবং বাংলা সিনেমায় গায়ক হিসেবে অশেষ সুনাম অর্জন করেছেন। ‘তামান্না’ (১৯৪৩) চলচ্চিত্রে গায়ক হিসেবে মান্না দে‘র অভিষেক ঘটে। সুরাইয়া’র সাথে দ্বৈত সঙ্গীতে গান এবং সুরকার ছিলেন কৃষ্ণ চন্দ্র দে। ঐ সময়ে গানটি ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল।

এই কিংবদন্তী শিল্পী ২৪শে অক্টোবর ২০১৩ সালে বেঙ্গালুরুতে মৃত্যুবরণ করেন।  

 

 

আরও দেখুনঃ

Leave a Comment