ও পলাশ ও শিমুল [ O Polash O Shimul ]

ও পলাশ ও শিমুল [ O Polash O Shimul ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ শার্লি রোজারিও [ Shirley Rosario ]

 

দিবা নিশি ভাবি যারে

 

ও পলাশ ও শিমুল

ও পলাশ, ও শিমুল, কেন এ মন মোর রাঙালে?
জানিনা, জানিনা আমার এ ঘুম কেন ভাঙালে
যার পথ চেয়ে দিন গুনেছি
আজ তার পদধ্বনি শুনেছি
যার পথ চেয়ে দিন গুনেছি
আজ তার পদধ্বনি শুনেছি
ও বাতাস, কেন আজ বাঁশি তব বাজায়ে
দিলে তুমি এ হৃদয় সাজায়ে?

ও পলাশ, ও শিমুল, কেন এ মন মোর রাঙালে?
জানিনা জানিনা আমার এ ঘুম কেন ভাঙালে
যায় বেলা যাক না
আঁখি দু’টি থাক না সুন্দর স্বপনে মগ্ন
যেন এলো আজ সেই শুভ লগ্ন
যায় বেলা যাক না
আঁখি দু’টি থাক না সুন্দর স্বপনে মগ্ন
যেন এলো আজ সেই শুভ লগ্ন

এ জীবনে যতটুকু চেয়েছি
মনে হয় তারও বেশি পেয়েছি
এ জীবনে যতটুকু চেয়েছি
মনে হয় তারও বেশি পেয়েছি
ও আকাশ, কেন আজ এত আলো ছড়ায়ে
আমারে যে দিলে তুমি ভরায়ে?
ও পলাশ, ও শিমুল, কেন এ মন মোর রাঙালে?
জানিনা জানিনা আমার এ ঘুম কেন ভাঙালে

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

হেমন্ত মুখোপাধ্যায় :

হেমন্ত মুখোপাধ্যায় (১৬ জুন ১৯২০ – ২৬ সেপ্টেম্বর ১৯৮৯) একজন কিংবদন্তি বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পী সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক ছিলেন। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি বাংলা, হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন। তিনি রবীন্দ্র সংগীতের সর্বশ্রেষ্ঠ শিল্পী ছিলেন। তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক বিভাগে দু-বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও ফিল্মফেয়ার সহ অসংখ্য দেশি ও বিদেশি পুরস্কার পেয়েছিলেন।

তিনি উপমহাদেশের সবথেকে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পীদের একজন ছিলেন। শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতই নয়, বিভিন্ন ঘরানার গানে তিনি শ্রেষ্ঠ ছিলেন। নানামুখী গানে আর কোন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সমকক্ষ হতে পারেনি। হেমন্ত মুখোপাধ্যায়কে বলা হয় সঙ্গীতের ঈশ্বর।

হেমন্ত মুখোপাধ্যায় প্রায় দেড়শোটি বাংলা ছবিতে সুর দিয়েছেন, গান গেয়েছেন। তাঁর প্রয়াণের প্রায় দুই দশক পরেও গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া প্রত্যেক বছর অন্তত একটা হেমন্ত মুখোপাধ্যায়ের অ্যালবাম প্রকাশ করে থাকে, বাণিজ্যিক সম্ভাব্যতা থাকায় তাঁর পুরোনো গানের পুনর্প্রস্তুতকরণ করে। যে গান তিনি রেকর্ড করেছেন, যে সুর তিনি সৃষ্টি করেছেন, এবং অসংখ্য গায়ক বাংলা এবং ভারতে তাঁর গায়কী ধরন অবিরত নকল/অনুকরণ করার ফলে তাঁর উত্তরাধিকার এখনো জীবন্ত!

 

ও পলাশ ও শিমুল

 

ও পলাশ ও শিমুল [ O Polash O Shimul ] নিয়ে কভার ঃ

 

আরও দেখুনঃ

Leave a Comment