“কতদিন দেহিনা মায়ের মুখ” গানটি গেয়েছেন খালিদ হাছান মিলু । খালিদ হাসান মিলু ছিলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। ১৯৮০ সালের প্রথমার্ধে তার সঙ্গীত জীবন শুরু হয়।
কতদিন দেহিনা মায়ের মুখ [ Kotodin Dehina Mayer Mukh ]
গীতিকারঃ নুরুজ্জামান শেখ
সুরকারঃ বদরুল আলম বকু
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ খালিদ হাসান মিলু
কতদিন দেহিনা মায়ের মুখ [ Kotodin Dehina Mayer Mukh ]
কতদিন দেহিনা মায়ের মুখ
হুনিনা সেই কোকিল নামের কালা পাহির গান
হায়রে পরান হায়রে পরাণ।
হায়রে আমার গাঁয়ের বাড়ি
সারি সারি গরুর গাড়ি
মরা নদীর চর।
দীঘির জলে হাসের খেলা
ঘরের চালে দুপুর বেলা
রঙ্গিলা কইতর।
উঠানে চড়াইনা সোনার ধান
হায়রে পরাণ, হায়রে পরাণ।
![কতদিন দেহিনা মায়ের মুখ [ Kotodin Dehina Mayer Mukh ] 3 কতদিন দেহিনা মায়ের মুখ](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_194,h_259/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-84.jpg)
কতদিন ধরিনা ডোবায় মাছ
করিনা সেই মরা নদীর মিঠা পানি পান
হায়রে পরাণ, হায়রে পরাণ।
হায়রে আমার রাখাল হিয়া
কাজলা গরুর গোসল দিয়া
মাঠে নিয়া যায়।
বিহাল বেলা বাঁশের বনে
ঝিকিমিকি রইদের সনে
মন মিলাইতে চায়।
ভুলিতে পারেনা মাটির টান
হায়রে পরাণ, হায়রে পরাণ।
কতদিন রাহিনা চানের খোজ
দেহিনা সেই তারার চোখে মিছা অভিমান
হায়রে পরান, হায়রে পরাণ। হায়রে পরাণ, হায়রে পরাণ।
হায়রে পরান, হায়রে পরাণ। হায়রে পরাণ, হায়রে পরাণ।
খালিদ হাসান মিলুঃ
![কতদিন দেহিনা মায়ের মুখ [ Kotodin Dehina Mayer Mukh ] 4 কতদিন দেহিনা মায়ের মুখ](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_228,h_221/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/download-2022-03-02T142922.756.jpg)
কতদিন দেহিনা মায়ের মুখ গানের গায়ক খালিদ হাসান মিলু ছিলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। ১৯৮০ সালের প্রথমার্ধে তার সঙ্গীত জীবন শুরু হয়। মিলুর প্রকাশিত একক এ্যালবাম সংখ্যা ১২ টি এবং মিক্সড ও ডুয়েট
এ্যালবাম সংখ্যা প্রায় ১২০ টি। তিনি প্রায় ২৫০ টি চলচ্চিত্রে কণ্ঠে দিয়েছেন। তিনি সর্বমোট প্রায় ১৫০০ এর মতো গানে কণ্ঠ দিয়েছেন।মিলুর সঙ্গীত জীবন শুরু হয় ১৯৮০ সালের প্রথমার্ধে।১৯৮০ সালে তার প্রথম এ্যালবাম ‘ওগো প্রিয় বান্ধবী’ প্রকাশিত হয়।১৯৮২ সাল থেকে তিনি চলচ্চিত্রের গানে নেপথ্যে কণ্ঠ দেওয়া শুরু করেন এবং প্রায় ২৫০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন।
মিলু ২০০৫ সালের ২৯ মার্চ মৃত্যুবরণ করেন।
আরও দেখুনঃ