কবি হাসে টাকা ভাসে লিরিক্স [ Kobi Hashe taka vashe lyrics ] । Chirkut । Sumi
চিরকুট বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যান্ড। জন্মের আট বছর পর অর্থাৎ ২০১০ সালে চিরকুট তাদের প্রথম অ্যালবামটি প্রকাশ করে। এই দীর্ঘ সময় চিরকুট নিজেকে গুছিয়ে গড়া অ্যালবামটির নাম ‘চিরকুটনামা’। অ্যালবামটির গানগুলো হচ্ছে—’খাজনা’, ‘কাটাকুটি’, ‘বন্ধু’, ‘আমি জানি না’, ‘ছোট্ট নদী’, ‘দয়াল’, ‘ফুল ফোটা গান’, ‘ঘরে ফেরা’।
এগুলোর মধ্যে ‘খাজনা’ গানটি শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
শুধু তাই নয়, গানটির মিউজিক ভিডিও ইউটিউব সাফল্য পেয়ছে। চিরকুটের কাছ থেকে জানা যায়, তাদের ইউটিউব সাফল্য দেখে মিউজিক চ্যানেল এমটিভিও এই গানটি প্রচারের প্রস্তাব দিয়েছিল।
চিরকুটের প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’
চিরকুটের প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’। ব্যান্ডের নাম ‘চিরকুট’ ব্যান্ডের ভোকাল সুমির দেয়া। নভেম্বর, ২০১৬ তে সালে ক্যারিয়ার গড়তে পিন্টু ঘোষ চিরকুট ব্যান্ড ত্যাগ করেন।
বেশ কয়েকটি চলচ্চিত্রে সংগীত পরিচালনার কাজ করেছে এই ব্যান্ডটি। চলচ্চিত্রগুলোর মাঝে উল্লেখযোগ্য হলো ‘জালালের গল্প’, এই চলচ্চিত্রটি ২০১৫ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারের ৮৮তম আসরে জন্য বিদেশি ভাষার ছবির বিভাগে বাংলাদেশ থেকে এই চলচ্চিত্রটিকে নির্বাচন করা হয়।
২০১৩ সালের ২৫ জানুয়ারিতে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় মুক্তিপ্রাপ্ত টেলিভিশন (চলচ্চিত্র) সিনেমার জন্য চিরকুটের “কানামাছি” গানটি বাংলাদেশে জনপ্রিয় হয়।
২০১৬ সালের সেপ্টেম্বর ৩০ তারিখে মুক্তি পাওয়া আয়নাবাজি চলচ্চিত্রটির জন্য চিরকুটের কথা ও সুরে “দুনিয়া” গানটি অন্যতম জনপ্রিয় গান। ২০১৭ সালের ৪ আগস্ট মুক্তি পায় অনিমেষ আইচের পরিচালনায় ভয়ংকর সুন্দর আর এই চলচিত্রে চিরকুটের “এই শহরে কাকটাও জেনে গেছে” গানটি অন্যতম জনপ্রিয়তা পেয়েছে।
Singer: Pintu and Sumi
Album: Jadur Shohor
কবি হাসে টাকা ভাসে লিরিক্স [ Kobi Hashe taka vashe lyrics ] । Chirkut । Sumi
কবি হাসে টাকা ভাসে লিরিক্স বাংলা :
কবি হাসে, টাকা ভাসে
গঙ্গাবুড়ির শহরে
আসমান তুই কাঁদিস কেন
অট্টালিকার পাহাড়ে
মিছে হাসি, মিছে কান্না
পথে পথের আড়ালে
গ্রিন সিগনাল, রেড ওয়াইন
দেওয়ালে, দেওয়ালে
এই শহর, যাদুর শহর
প্রানের শহর ঢাকারে
এই শহর, যাদুর শহর
প্রানের শহর আহারে
নিয়নের রাস্তায় স্বপ্নের ভোর হয়
মিছিলের নগরে অমৃত আশ্রয়
অলি থেকে গলিতে
গলি ছেড়ে রাজপথ
শহুরে চৌকাঠ বিবাগী জনমত
এই শহর, যাদুর শহর
প্রানের শহর ঢাকারে
এই শহর, যাদুর শহর
প্রানের শহর আহারে
জাদুকর হেটে যায় খুব উচ্ছন্নে
হুইসেল, পটাকা রামভোর হন্নে
ললনার ছলনা শহরের বুকে চির
রাস্তায় রাস্তায় ফুটপাত অস্থির
এই শহর, যাদুর শহর
প্রানের শহর ঢাকারে
এই শহর, যাদুর শহর
প্রানের শহর আহারে
Kobi Hashe taka vashe lyrics in english :
Kobi hashe taka vashe
Gongaburir shohore
Ashmani tui kadish keno
Ottalikar bahare
Miche hashi miche kanna
Pothe pothe arale
O green signal red wine
Deyale deyale
E shohor jadur shohor
praner shohor dhaka re
Neoner rashtay shopner vor hoy
Michiler nogori omrito ashroy
Oli theke golite, goli theke raajpoth
Shohure choukathe beporoa jonomoth
E shohor jadur shohor
praner shohor dhaka re
E shohor jadur shohor
praner shohor ahare
Jadukor hete jay ghum ucchonne
Huicele boka kaak raat vor honne
Lolona cholona shohorer buke chir
Poster plashter footpath osthir
ei shohor jadur sohor
praner sohor dhakare
ei sohor jadur sohor
praner sohor ahare
আরও দেখুন :