“কিছু কিছু কথা” গানটি হলো দুই প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী অরিজিত সিং এবং কৌশিকী চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে গাওয়া একটি মনোমুগ্ধকর বাংলা গান। গানটি তার সুরেলা মেলোডি ও আন্তরিক কথাবার্তায় শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। অরিজিত সিংয়ের আবেগপূর্ণ কণ্ঠ এবং কৌশিকী চক্রবর্তীর মাধুর্যময় গায়কির সমন্বয়ে এই গানটি শ্রোতাদের কাছে এক বিশেষ অবস্থান তৈরি করেছে। ভালোবাসার নানান দিক এবং সম্পর্কের সূক্ষ্ম অনুভূতিগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গানে, যা বাংলা সংগীত প্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
কিছু কিছু কথা লিরিক্স (Kichu Kichu Kotha Lyrics)
কিছু কিছু কথা লিরিক্স বাংলা
কিছু কিছু কথা বসে আছে ভিজে,
মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে।
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে,
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে।
আকাশ যখন গাইবে বলে,
আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান।
বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান,
অভিমান…
আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর,
বাতাস তখন নিরব চিঠি পাঠায় বহুদূর,
বহুদূর…
কিছু কিছু ধুলো জমে আছে কাঁচে,
ডাকনামগুলো ভীষণই ছোঁয়াচে।
মরে যাওয়া জমি ভিজে গেলে জলে,
চারাগাছগুলো কত কি যে বলে।
তোমার এমনি আসা, এমনি যাওয়া,
এমনি হাজার ছল, সাজিয়েছো যেনো।
তোমার এমনি খেলা, খেয়াল খুশি,
করছে কোলাহল, থামেনি এখনো।
চুপি চুপি দেয়াল জুড়ে আঁকছি কত,
মন কেমনের খাতা।
চুপি চুপি জানতে গেলাম নিরুদ্দেশে,
মায়ার চাদর পাতা…
আ.. কিছু কিছু কথা বসে আছে ভিজে,
মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে।
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে,
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে।
আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান,
বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান,
অভিমান…
আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর,
বাতাস তখন নিরব চিঠি পাঠায় বহুদূর,
বহুদূর…
Kichu kichu kotha bose ache bhije Lyric Roman /English
Kichu kichu kotha bose ache bhije,
Michhi michhi betha hoy nije nije.
Jhore jawa pata jure bose daale,
Meghe meghe kotha shone se arale.
Akash jokhon gaibe bole,
Akash jokhon gaibe bole badoleri gaan.
Batash tokhon boite giye-o dekhay abhiman,
Abhiman…
Akash jokhon phirti pothe mon kharaper sur,
Batash tokhon nirob chithi pathay bohudur,
Bohudur…
Kichu kichu dhulo jome ache kanche,
Dak naam gulo vishoni chhowache.
More jawa jomi bhije gele jole,
Charagach gulo koto ki je bole.
Tomar emni asha, emni jawa,
Emni hajar choll, sajiyecho jeno.
Tomar emni khela, kheyal khushi,
Korche kolahol, thameni ekhono.
Chupi chupi deyal jure akchi koto,
Mon kemoner khata.
Chupi chupi jante pelam niruddeshe,
Mayar chador paata…
মুল ট্রাক:
https://youtu.be/so2HoeW9gPA?si=8hvtp_zYT-blVbMT
মিজিউকি গুরুকুল কাভার: