কিছু কিছু মানুষের জীবনে লিরিক্স [ Kichu Kichu Manusher Jibone Lyrics ] – এন্ড্রু কিশোর ও কনক চাঁপা [ Andrew Kishore & Kanak Chapa ]

কিছু কিছু মানুষের জীবনে লিরিক্স [ Kichu Kichu Manusher Jibone Lyrics ] – “কিছু কিছু মানুষের জীবনে” গেয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাঁপা [ Andrew Kishore & Kanak Chapa ]। সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন আলী। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

 

কিছু কিছু মানুষের জীবনে লিরিক্স [ Kichu Kichu Manusher Jibone Lyrics ]
এন্ড্রু কিশোর

কিছু কিছু মানুষের জীবনে লিরিক্স

কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল
সারাটি জীবন ধরে দিতে হয়
শুধু সেই ভূলের মাসুল।
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল
সারাটি জীবন ধরে দিতে হয়
সুধু সেই ভূলের মাসুল।
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল।
বেঁধেছিল যে এই বুকে ঘর
সেই তুলেছে বুক ভাঙ্গা ঝড়
যে আশা’ ছিল স্বপ্নে আমার
সত্যি হয়ে উঠলো না আর
কিছু কিছু মানুষের অন্তর
হয়ে যায় খেলার পুতুল।
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল।
চেয়েছি যাকে ভালোবেসে
অন্য কারো হয়ে গেছে সে
হৃদয়ে প্রেমের ফুল ফুটালাম
বিনিময়ে তার কাটাই পেলাম
কিছু কিছু মানুষের ভাগ্যে
কোনদিন ফুটেই না ফুল।
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল
সারাটি জীবন ধরে দিতে হয়
সুধু সেই ভূলের মাসুল।
কিছু কি’ছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল
কিছু কিছু’ মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল
সারাটি জীবন ধরে দিতে হয়
সুধু সেই ভূলের মাসুল।
কিছু কিছু ‘মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল।।
কিছু কিছু মানুষের জীবনে লিরিক্স [ Kichu Kichu Manusher Jibone Lyrics ]
এন্ড্রু কিশোর

Kichu Kichu Manusher Jibone Lyrics

Kichu kichu manusher jibone
Valobasata chayatai vul
Kichu kichu manusher jibone
Valobasata chayatai vul
Sarata jibon dhore dite hoy
Shudhu sei vuler masul
Kichu kichu manusher jibone
Valobasata chayatai vul
কিছু কিছু মানুষের জীবনে লিরিক্স [ Kichu Kichu Manusher Jibone Lyrics ]
এন্ড্রু কিশোর

এন্ড্রু কিশোর [ Andrew Kishore ] কে নিয়ে বিস্তারিত ঃ

এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ (মঞ্চনাম এন্ড্রু কিশোর হিসাবেই অধিক পরিচিত; ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “জীবনের গল্প আছে বাকি অল্প”, “হায়রে মানুষ রঙ্গীন ফানুস”, “ডাক দিয়াছেন দয়াল আমারে”, “আমার সারা দেহ খেয়ো গো মাটি”, “আমার বুকের মধ্যে খানে”, “আমার বাবার মুখে প্রথম যেদিন”, “ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা”, “সবাই তো ভালোবাসা চায়” প্রভৃতি।

কিশোর ছয় বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন। চলচ্চিত্রে তার প্রথম গান মেইল ট্রেন (১৯৭৭) চলচ্চিত্রের “অচিনপুরের রাজকুমারী নেই”। তিনি বড় ভাল লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের “হায়রে মানুষ রঙিন ফানুস” গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

 

কিছু কিছু মানুষের জীবনে লিরিক্স [ Kichu Kichu Manusher Jibone Lyrics ]
এন্ড্রু কিশোর

এরপর তিনি সারেন্ডার (১৯৮৭), ক্ষতিপূরণ (১৯৮৯), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), কবুল (১৯৯৬), আজ গায়ে হলুদ (২০০০), সাজঘর (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮) চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

 

Leave a Comment