কি ছিলে আমার বলোনা তুমি – Ki Chile Amar Bolona Tumi Lyrics | মনি কিশোর [ Moni Kishor ]

কি ছিলে আমার বলোনা তুমি গানটির লিরিক আপনাদের জন্য আপলোড করা হল। এই গানটি জনপ্রিয় শিল্পী মনি কিশোরের। মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত, অডিওতে চুটিয়ে কাজ করেছেন। তাঁর জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর সবচেয়ে শ্রোতৃপ্রিয় গান ‘কী ছিলে আমার’ তাঁরই সুর করা, তাঁরই লেখা। ২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মনি কিশোর।

মনি কিশোর তাঁর পোশাকি নাম। প্রকৃত নাম মনি মণ্ডল। কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে ‘কিশোর’ জুড়ে নিয়েছিলেন। ‘কুমার শানু নিয়েছেন “ওস্তাদের” নামের একাংশ।

কি ছিলে আমার বলোনা তুমি
Ki Chile Amar Bolona Tumi Lyrics

 

কি ছিলে আমার বলোনা তুমি - Ki Chile Amar Bolona Tumi Lyrics | মনি কিশোর [ Moni Kishor ]
মনি কিশোর

কে ছিলে আমার বলনা তুমি লিরিক্স

কি ছিলে আমার বলোনা তুমি
আছি তো আগেরই মতো এখনো আমি ।
কি ছিলে আমার বলোনা তুমি
আছি তো আগেরই মতো এখনো আমি ।
কি ছিলে আমার…

ভূলে কি গেছো তুমি বাসরেরই কথা
আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাঁথা ।
ভূলে কি গেছো তুমি বাসরেরই কথা

আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাঁথা ।

কি ছিলে আমার বলোনা তুমি
আছি তো আগেরই মতো এখনো আমি ।
কি ছিলে আমার…

তুমি কি আগেরই মত এখনো হাসো
তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো ।
তুমি কি আগেরই মত এখনো হাসো
তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো ।

কি ছিলে আমার বলনা তুমি
আছি তো আগেরই মতো এখনো আমি……

 

মনি কিশোর 2 কি ছিলে আমার বলোনা তুমি - Ki Chile Amar Bolona Tumi Lyrics | মনি কিশোর [ Moni Kishor ]

ke chile amar bolona tumi lyrics in english

 

Ki chile amar bolona tumi
Achi toh ageri moto ekhono ami.
Ki chile amar bolona tumi
Achi toh ageri moto ekhono ami.
Ki chile amar….

vule ki gecho tumi bashoreri kotha
Aajo ta royeche amar smritite gatha.
vule ki gecho tumi bashoreri kotha
Aajo ta royeche amar smritite gatha.

Ki chile amar bolona tumi
Achi toh ageri moto ekhono ami.
Ki chile amar….

Tumi ki agerei moto ekhono hasho
Tumi ki temoni kore amay bhalobasho.
Tumi ki agerei moto ekhono hasho
Tumi ki temoni kore amay bhalobasho.

Ki chile amar bolona tumi
Achi toh ageri moto ekhono ami….

 

কে ছিলে আমার বলনা তুমি লিরিক্স । ke chile amar bolona tumi lyrics | moni kishor

 

গানটির ভিডিও:

 

 

 

আরও দেখুনঃ

Leave a Comment