![কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে [ Krishno Aila Radhar Kunje ] 1 কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_243,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/KK_RM_3A-243x300.jpg)
“কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে” ‘কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে, ফুলে পাইলা ভ্রমরা’ গানটি শোনেনি এমন বাঙালি কমই আছে। জনপ্রিয় এই গানটির রচয়িতা সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের সুফি কবি আরকুম শাহ ।
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে [ Krishno Aila Radhar Kunje ]
গীতিকারঃ কবি আরকুম শাহ
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে [ Krishno Aila Radhar Kunje ]
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,
ফুলে বাইলা ভোমরা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
চুয়া-চন্দন-ফুলের মালা,
সখিগণে লইয়া আইলা
কৃষ্ণ দিলায় রাধার গলে,
বাসর হইল উজালা
বাসর হইল উজালা গো,
বাসর হইলো উজালা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
কৃষ্ণ দিলায় রাধার গলে,
রাধায় দিলা কৃষ্ণর গলে
আনন্দে সখীগণ নাচে
দেখিয়া প্রেমের খেলা
দেখিয়া প্রেমের খেলা গো
দেখিয়া প্রেমের খেলা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা,
নাচে গায় খেলে তারা
কুল ও মানের ভয় রাখে না,
ললিতা আর বিশখা
ললিতা আর বিশখা গো
ললিতা আর বিশখা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
আরকুম শাহঃ
![কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে [ Krishno Aila Radhar Kunje ] 2 কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_216/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/arkumShah-560x404-1-e1645686198762-300x216.jpg)
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে জনপ্রিয় এই গানটির রচয়িতা সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের সুফি কবি আরকুম শাহ । আরকুম শাহর জীবদ্দশায় ১৩৪৩ বঙ্গাব্দে সিলেটি নাগরীলিপিতে ৯৪টি গান নিয়ে ছাপা হয় ‘হকিকতে সিতারা’। ১৩৮১ বাংলায় প্রকাশিত সংকলনের ৭৬ পৃষ্ঠায় গানটি ছাপা হয়। সিলেটি নাগরীলিপিতে বেশ কিছু গ্রন্থ লিখেছিলেন আরকুম শাহ। ১৩০৪ বঙ্গাব্দের ভূমিকম্প নিয়ে তিনি কাবিননামা নামের কবিতা পুস্তক রচনা করেন। অধ্যাত্ম সাধনার উপলব্ধির আলোকে রচনা করেন হকিকতে সিতারা।
কবি সুফি আকরুম শাহ ১৯৪১ সালে মারা যান।
আরও দেখুনঃ