কেউ বলে ফাল্গুন (2014) [ Keu bole falgun ]

কেউ বলে ফাল্গুন
ইন্দ্রাণী সেন

“কেউ বলে ফাল্গুন” গানটি গেয়েছেন সংগীতশিল্পী ইন্দ্রাণী সেন ।  তিনি গানটি তার অ্যালবাম কত গান হারালাম এর মধ্যে গেয়েছেন । ইন্দ্রাণী সেন একজন ভারতীয় বাঙালি গায়িকা ।

কেউ বলে ফাল্গুন [ Keu bole falgun ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ ইন্দ্রাণী সেন

কেউ বলে ফাল্গুন [ Keu bole falgun ]

কেউ-বলে ফাল্গুন

কেউ বলে পলাশের মাস

আমি বলি আমার সর্বনাশ

কেউ-বলে ফাল্গুন

কেউ বলে পলাশের মাস

আমি বলি আমার সর্বনাশ

কেউ বলে দখিনা

কেউ বলে মাতাল বাতাস

আমি বলি আমার দীর্ঘশ্বাস

কেউ বলে নদী কেউ তটিনী

কেউ বলে নদী কেউ তটিনী

কেউ বলে ফাল্গুন
ইন্দ্রাণী সেন

কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী

আমি তো তাকে কোন নামে ডাকিনি

আমি তো তাকে কোন নামে ডাকিনি

সে যে আমার চোখেই জলোচ্ছাস

কেউ-বলে ফাল্গুন

কেউ বলে পলাশের মাস

আমি বলি আমার সর্বনাশ

জোনাকির নাম নাকি আঁধার মানিক

আমি তো দেখি আগুন

জ্বলে ধিকিধিক

জোনাকির নাম নাকি আঁধার মানিক

আমি তো দেখি আগুন

জ্বলে ধিকিধিক

খর বৈশাখে প্রথম যেদিন

মেঘের মিছিলে ঐ আকাশ রঙ্গিন

তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীন

তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীন

আমি সেই ঝড়ের পূর্ভাবাস

কেউ-বলে ফাল্গুন

কেউ বলে পলাশের মাস

আমি বলি আমার সর্বনাশ

কেউ বলে দখিনা

কেউ বলে মাতাল বাতাস

আমি বলি আমার দীর্ঘশ্বাস

আমি বলি আমার সর্বনাশ

আমি বলি আমার দীর্ঘশ্বাস

ইন্দ্রাণী সেনঃ

কেউ বলে ফাল্গুন
ইন্দ্রাণী সেন

ইন্দ্রাণী সেন একজন ভারতীয় বাঙালি গায়িকা । তিনি অনেক রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি এবং বাংলা আধুনিক গানের অ্যালবাম করেছেন । ইনি বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত গায়িকা সুমিত্রা সেনের কন্যা । তিনি পাগল মন মন রে চলচিত্রের সহ আরও অনেক গান গেয়েছন ।

আরও দেখুনঃ 

Leave a Comment