ক্লান্ত হৃদয় লিরিক্স [ Klanto Hridoy Lyrics ]
Islamic gojol
Mahfuzul Alam kalarab
lyric: Jafar Ahmad Rabi
Tune: Sayed Ahmad
ক্লান্ত হৃদয় লিরিক্স [ Klanto Hridoy Lyrics ] । Islamic gojol । মাহফুজ আলম কলরব । Mahfuzul Alam kalarab
ক্লান্ত হৃদয় লিরিক্স
যদি আধারের ঘনঘটা বেড়ে চলে খুভ
যদি কামনার নদী টাতে দিয়ে ফেলি ডুভ
যদি পথ ভুলে, অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর
ক্লান্ত হৃদয়, ঢেলে দিও তবো নূর,
ও প্রভু
ক্লান্ত হৃদয়, ঢেলে দিও তবো নূর
যদি জীবনের ভাঁজে ভাঁজে লালসার কিট করে ভির
যদি অশুভের বাহু বলে, ভয় করি নতো শির (১)
যা কিছু কল্যাণ, দাও প্রভু মোরে তাই
যাতে পরিতা, তারপানা চাই,
হে প্রভু হে প্রভু, হে প্রভু হে প্রভু
ক্লান্ত হৃদয়ে
ঢেলে দিও তবু নূর,
ঢেলে দিও তবু নূর
হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে, সত্তের দেখা নাহি পাই
জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি, ঈমানের বল মনে না -১
আশ্রয় চায় প্রভু, ঠেকে আজাজিল
প্রশান্তি দাও মনের, সুখ অনাবিল
হে প্রভু হে প্রভু, হে প্রভু হে প্রভু
ক্লান্ত হৃদয়
ঢেলে দিও তবু নূর,
ঢেলে দিও তবু নূর
আরও দেখুনঃ
তাই তোমার খেয়াল লিরিক্স [ Tai Tomar Kheyal Lyrics ] । মিফতাহ জামান । Miftah Zaman