ঘুম ঘুম চাঁদ লিরিক্স [ Ghum Ghum Chand lyrics ] । সন্ধ্যা মুখোপাধ্যায় । Sandhya Mukherjee

ঘুম ঘুম চাঁদ লিরিক্স [ Ghum Ghum Chand lyrics ]

সন্ধ্যা মুখোপাধ্যায় । Sandhya Mukherjee

 

ঘুম ঘুম চাঁদ লিরিক্স [ Ghum Ghum Chand lyrics ] । সন্ধ্যা মুখোপাধ্যায় । Sandhya Mukherjee

 

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (এছাড়াও সন্ধ্যা মুখার্জী (৪ অক্টোবর ১৯৩১- ১৫ ফেব্রুয়ারি ২০২২) একজন ভারতীয় নেপথ্য গায়িকা এবং সংগীতশিল্পী, বাংলা সঙ্গীত বিশেষজ্ঞ। কলকাতায় জন্মগ্রহণকারী, তিনি ২০১১ সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ পান  এবং ১৯৭০ সালে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

১৯৭১ সালে ‘জয় জয়ন্তী’ এবং ‘নিশিপদ্ম’ ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

গান দুটি হল – আমাদের ছুটি ছুটি এবং ওরে সকল সোনা মলিন হল। এছাড়াও ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ উপাধিতে সম্মানিত করে। ২০২২ সালের জানুয়ারি মাসে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তিনি তা প্রত্যাখ্যান করেন।

 

ঘুম ঘুম চাঁদ লিরিক্স [ Ghum Ghum Chand lyrics ] । সন্ধ্যা মুখোপাধ্যায় । Sandhya Mukherjee

 

ঘুম ঘুম চাঁদ লিরিক্স [ Ghum Ghum Chand lyrics ] । সন্ধ্যা মুখোপাধ্যায় । Sandhya Mukherjee

 

ঘুম ঘুম চাঁদ লিরিক্স

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর, জীবনে আমার (x2)
এই চাঁদেরও তিথিরে বরন করি,
এই চাঁদেরও তিথিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর, ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর, জীবনে আমার।
বাতাসেরও সুরে শুনেছি বাঁশি তার
ফুলে ফুলে ঐ ছড়ানো যে হাসি তার
সেই মধুর হাসিতে হৃদয় ভরি
এই চাঁদেরও তিথিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর, ওগো মায়াবিনী রাত।
সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায়
ফুল ঋতু আজ এলো বুঝি মোর জীবনের ফুল’ছায়
কোথায় সে কত দূরে জানিনা ভেসে যাই
মনে মনে জেনো স্বপ্নেরও দেশে যাই
আজ তাইকি জীবনে বাসর গড়ি
এই চাঁদেরও তিথিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর, জীবনে আমার।
ঘুম ঘুম চাঁদ লিরিক্স [ Ghum Ghum Chand lyrics ] । সন্ধ্যা মুখোপাধ্যায় । Sandhya Mukherjee

Ghum Ghum Chand lyrics

Ghum ghum chand jhikimiki tara ei madhobi raat
Asheni tor aar jibone amar
Ei chandero tithire boron kori
Ogo maya bhora chad aar
Ogo mayabini raat
Batasero sure shunechi banshi taar
Fule fule oi chorano je haasi taar
Sei modhuro hasite hridoy bhori
ঘুম ঘুম চাঁদ লিরিক্স [ Ghum Ghum Chand lyrics ] । সন্ধ্যা মুখোপাধ্যায় । Sandhya Mukherjee
Shob kotha gaan sure sure jeno rupkotha hoye jaay
Ful ritu aaj elo bujhi mor jiboner fulochaay
Kothay se koto dure janina vese jai

আরও দেখুনঃ

পারবো না আমি লিরিক্স [ Parbo Na Ami Lyrics ] । অরিজিৎ সিং । Arijit Singh

 

Leave a Comment