ঘুম ঘুম চাঁদ লিরিক্স [ Ghum Ghum Chand lyrics ]
সন্ধ্যা মুখোপাধ্যায় । Sandhya Mukherjee
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (এছাড়াও সন্ধ্যা মুখার্জী (৪ অক্টোবর ১৯৩১- ১৫ ফেব্রুয়ারি ২০২২) একজন ভারতীয় নেপথ্য গায়িকা এবং সংগীতশিল্পী, বাংলা সঙ্গীত বিশেষজ্ঞ। কলকাতায় জন্মগ্রহণকারী, তিনি ২০১১ সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ পান এবং ১৯৭০ সালে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
১৯৭১ সালে ‘জয় জয়ন্তী’ এবং ‘নিশিপদ্ম’ ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
গান দুটি হল – আমাদের ছুটি ছুটি এবং ওরে সকল সোনা মলিন হল। এছাড়াও ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ উপাধিতে সম্মানিত করে। ২০২২ সালের জানুয়ারি মাসে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তিনি তা প্রত্যাখ্যান করেন।
ঘুম ঘুম চাঁদ লিরিক্স [ Ghum Ghum Chand lyrics ] । সন্ধ্যা মুখোপাধ্যায় । Sandhya Mukherjee
ঘুম ঘুম চাঁদ লিরিক্স
![ঘুম ঘুম চাঁদ লিরিক্স [ Ghum Ghum Chand lyrics ] । সন্ধ্যা মুখোপাধ্যায় । Sandhya Mukherjee 3 ঘুম ঘুম চাঁদ লিরিক্স [ Ghum Ghum Chand lyrics ] । সন্ধ্যা মুখোপাধ্যায় । Sandhya Mukherjee](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_167/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/Sandhya-Mukherjee-300x167.jpg)
Ghum Ghum Chand lyrics
![ঘুম ঘুম চাঁদ লিরিক্স [ Ghum Ghum Chand lyrics ] । সন্ধ্যা মুখোপাধ্যায় । Sandhya Mukherjee 4 ঘুম ঘুম চাঁদ লিরিক্স [ Ghum Ghum Chand lyrics ] । সন্ধ্যা মুখোপাধ্যায় । Sandhya Mukherjee](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_169/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/সন্ধ্যা-মুখোপাধ্যায়ের-দশটি-কালজয়ী-গান-300x169.jpg)
আরও দেখুনঃ
পারবো না আমি লিরিক্স [ Parbo Na Ami Lyrics ] । অরিজিৎ সিং । Arijit Singh