তুই ছুলি যখন লিরিক্স [ Tui Chunli Jakhan Lyrics ]
অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল । Arijit Singh and Shreya Ghoshal
অরিজিৎ সিং হলেন একজন বাঙালি নেপথ্য গায়ক। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন। । অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তার বেশকিছু হিট গান রয়েছে।
শ্রেয়া ঘোষাল হলেন একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন।
হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুইবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার, ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।
তুই ছুলি যখন লিরিক্স [ Tui Chunli Jakhan Lyrics ] । অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল । Arijit Singh and Shreya Ghoshal
তুই ছুলি যখন লিরিক্স
তুই হাসলি যখন,
তোরই হলো এ মন
তুই ছুঁলি যখন,
তোরই হলো এ মন।
দুচোখে আঁকছে শীত,
বাহারি ডাক টিকিট
দুচোখে আঁকলো শীত,
বাহারি ডাক টিকিট
আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন
তুই ছুঁলি যখন,
তোরই হলো এ মন।
ইতি-উতি কার্নিশে,
আলো ছায়া যায় মিশে
চলো না কুড়বো আবার
এলোমেলো চেনা রোদে
বসন্ত যায় যায় যায় জুটে
ভালোবেসে জীবন কাবার।
গুড়ো গুড়ো করিডোরে,
চুপিসাড়ে পাতা উড়ে
আজ বাতাস ও মাতাল,
বেপরোয়া হাফ ছুটি
মাখাচ্ছে খুনসুটি, খুনসুটি
ভালোবাসে উথাল পাথাল।
এতো কথা বলি যাকে,
চিনি আমি চিনি তাকে।
চোখে চোখে কথোপকথন,
তুই ছুঁলি যখন,
তোরই হলো এ মন
হুম.. তুই হাসলি যখন,
তোর ই হলো এ মন।
দুচোখে আঁকছে শীত,
বাহারি ডাক টিকিট
দুচোখে আঁকলো শীত,
বাহারি ডাক টিকিট
আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন।
Tui Chunli Jakhan Lyrics
Tui haasli jokhon, Tor-i holo e mon
Tui chuli jokhon, Tor-i holo e mon
Du chokhe ankche sheet
Bahari daak ticket
Du chokhe anklo sheet
Bahari daak ticket
Aalshe roder chithi pathalo peon
Tui chunli jokhon
Tori holo e mon
Eti-uti karnishe
Alo-chaya jaay mishe
Cholo na kurobo abar
Elo-melo chena rodey
Boshonto jay jay jay jutey
Bhalobeshe jibon cover
Guro-guro coridor-e
Chupi-shaare pata orey
Aaj batash-o matal
Beporoya half chuti
Makhacche khun-shuti, khunshuti
Valobeshe uthal-pathal
Eto kotha boli jaake
Chini ami chini taake
Chokhe chokhe kothopo-kothon
তুই ছুলি যখন লিরিক্স [ Tui Chunli Jakhan Lyrics ] । অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল । Arijit Singh and Shreya Ghoshal
আরও দেখুনঃ
গাজার নৌকা লিরিক্স [ Gajar Nouka Lyrics ] । ডেফী । Defy