তুমি আদর চাইলে আদর দিমু লিরিক্স | Tumi ador chaile ador dimu lyrics | এই গানে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ।
Table of Contents
তুমি আদর চাইলে আদর দিমু লিরিক্স | Tumi ador chaile ador dimu lyrics | আকাশ মাহমুদ । Akash Mahmud
তুমি আদর চাইলে আদর দিমু লিরিক্স :
আদর চাইলে আদর
দিমু রে সোহাগী
তুমি আদর চাইলে আদর
দিমু রে সোহাগী
মন দিমু না হায় রে তোমায়
হায়রে হায়
তুমি সোহাগ চাইলে সোহাগ
দিমু রে সোহাগী
মন দিমু না হায় রে তোমায়
হায় রে হায়
রূপ সোহাগী রূপটা বোঝ
ঝাঁপ মারো তার গায়
বাহির লইয়া টানাটানি
অন্তরটা কে চায় (২ বার)
ও তুমি রূপ চেয়েছ রূপটাই
দিমু রে সোহাগী
মন দিমু না হায় রে তোমায়
হায়রে হায়
তুমি আদর চাইলে আদর
দিমু রে সোহাগী
মন দিমু না হায় রে তোমায়
হায়রে হায়
মন দিয়া কি ফল হইবে
না বুঝলে মন হায়
মনের বদল মন না দিলে
মন কি পাওয়া যায়
মন দিয়া কি ফল হইবে
রে সোহাগী
না বুঝলে মন হায়
মনের বদল মন না দিলে
রে সোহাগী
মন কি পাওয়া যায়
Tumi ador chaile ador dimu lyrics in english :
Ador chaile ador
Dimu re sohagi
Tumi ador chaile ador
Dimu re sohagi
Mon dimu na hay re tomay
Hayre hay
Tumi sohag chaile sohag
Dimu re sohagi
আকাশ মাহমুদ:
বাংলাদেশের গানের ভুবনে নতুন বিস্ময় আকাশ মাহমুদ। তার গান যারা একবার শুনেছেন, তারাই তার গানের মুগ্ধতায় নিজেকে জড়িয়েছেন। শাকিব খান অভিনীত ‘বীর’ সিনেমার জনপ্রিয় গান ‘তোকে দেখলে শুধু একটি বার’ গানটিই আকাশ’ মাহমুদের গাওয়া। এই গানই তার প্রথম প্লে-ব্যাক। প্লে-ব্যাক জীবনের শুরুটাই শাকিবের সিনেমায় শাকিবের লিপে গান যাওয়া একজন নবীন সঙ্গীত শিল্পীর জন্য অনেক বড় পাওয়াই বটে।
এই গান গাইবার সুযোগ করে দিয়েছেন গানের সুরকার, সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। ছোটবেলা থেকেই গানের প্রতি আকাশ ‘মাহমুদের অদম্য ভালোবাসা। যে কারণে ছোটবেলাতেই তার গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। বড়বেলায় এসে তার প্রথম মৌলিক গান ছিল তারই বাবা জাকির মাস্টারের লেখা, আকাশের নিজের সুর করা ও গাওয়া ‘আমার বাড়ি ফরিদপুর’। তবে মুজিদ মোড়লের লেখা ও সুর করা ‘পদ্মা সেতু করিব নির্মাণ’ গানটি দিয়ে আকাশ ‘মাহমুদ প্রথম আলোচনায় আসেন। প্রথম জনপ্রিয়তা পাওয়া গান হচ্ছে জাকির মাস্টারের লেখা, তার নিজের সুর করা ও গাওয়া ‘পীরিত ভীষণ জ্বালা’ গানটি। এরপর তার গাওয়া আরও অনেক জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘প্রেমোস্বাদ’, ‘একলা সংসার’, ‘কানবা নিরালাতে’, ‘মিথ্যা বলার স্বভাব’, ‘নিজের মানুষ’ ইত্যাদি।
এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমা, লায়লা, অবন্তীসহ অনেকেই তার সুর সঙ্গীতে গানও গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি সুর সঙ্গীতের কাজ নিয়েও ভীষণ ব্যস্ত তিনি। একজন সঙ্গীত পরিচালক হিসেবে আকাশ ‘মাহমুদ কাজ করছেন ‘জল রঙ’, ‘জীবন পাখি’, ‘মায়া দ্য লাভ’ সিনেমার। সর্বশেষ গেল ঈদে তার বড়ভাই আশিক মাহমুদের লেখা ও আকাশের নিজের সুর সঙ্গীতে ‘আদরে রাখিও’ গানটি প্রকাশিত হয়েছে। এতে তার সহশিল্পী স্বর্ণা। গানটি নিয়ে এরই মধ্যে গুণী সঙ্গীতশিল্পী কনকচাঁপা তার ফেসবুকে বেশ প্রশংসা করেছেন।
আকাশ মাহমুদ নিজের কর্মপরিকল্পনা প্রসঙ্গে বলেন, একজন গায়ক হিসেবে, একজন সুরকার সঙ্গীত পরিচালক হিসেবে আমি নিজেকে অনেকদূর নিয়ে যেতে চাই।
আরও দেখুনঃ