তুমি আমার আমি তোমার (2005) [ Tumi Amar Ami Tomar ]

তুমি আমার আমি তোমার
গোলাপজান

“তুমি আমার আমি তোমার” গানটি বাংলা ছায়াছবি গোলাপজান এর মধ্যে গাওয়া হয়েছে । গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী রুনা লায়লা এবং এন্ড্রু কিশোর । 

তুমি আমার আমি তোমার [ Tumi Amar Ami Tomar ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ রুনা লায়লা এবং এন্ড্রু কিশোর

তুমি আমার আমি তোমার [ Tumi Amar Ami Tomar ]

তুমি আমার আমি তোমার এই আশা করে…
তোমারে পুষিলাম কত আদরে
মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
তোমারে পুষিলাম কত আদরে…
মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
তোমারে পুষিলাম কত আদরে
মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
তোমারে পুষিলাম কত আদরে
তুমি আমার আমি তোমার এই আশা করে…
তুমি আমার আমি তোমার এই আশা করে…
তোমারে পুষিলাম কত আদরে

মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
তোমারে পুষিলাম কত আদরে
কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন এই পিঞ্জিরার সাথে তোমার পিরিতি
কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন এই পিঞ্জিরার সাথে তোমার পিরিতি
আসা যাওয়া দিবা রাত্রি ঘরে বাহিরে
আসা যাওয়া দিবা রাত্রি ঘরে বাহিরে

তোমারে পুষিলাম কত আদরে
মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
তোমারে পুষিলাম কত আদরে
তোমার ভাবনায় আমি ভাবি নিশি দিন
দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন
তোমার ভাবনায় আমি ভাবি নিশি দিন
দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে …
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে
তোমারে পুষিলাম কত আদরে

মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
তোমারে পুষিলাম কত আদরে
আব্দুল করিম বলে ময়না তোমারে বলি
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি
আব্দুল করিম বলে ময়না তোমারে বলি
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি
কে বলিবে মধুর বুলি বলো আমারে…
কে বলিবে মধুর বুলি বলো আমারে..

তোমারে পুষিলাম কত আদরে
মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
তোমারে পুষিলাম কত আদরে
তুমি আমার আমি তোমার এই আশা করে…
তুমি আমার আমি তোমার এই আশা করে…
তোমারে পুষিলাম কত আদরে

মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
তোমারে পুষিলাম কত আদরে

তুমি আমার আমি তোমার এই আশা করে…
তুমি আমার আমি তোমার এই আশা করে…
তোমারে পুষিলাম কত আদরে

 

 

 

রুনা লায়লাঃ

তুমি আমার আমি তোমার
রুনা লায়লা

এন্ড্রু কিশোরঃ

তুমি আমার আমি তোমার
এন্ড্রু কিশোর

তুমি আমার আমি তোমার গানের গায়ক এন্ড্রু কিশোর একজন বাংলাদেশী গায়ক । এন্ড্রু কিশোর ১৯৫৫ সালের ৪ঠা নভেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ এবং মাতা মিনু বাড়ৈ রাজশাহীর একটি হাসপাতালে চাকরি করতেন ।মায়ের কাছে পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল। তার শৈশব-কৈশোর ও যৌবনকাল কেটেছে রাজশাহী।

এন্ড্রু কিশোরের চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত মেইল ট্রেন চলচ্চিত্রের “অচিনপুরের রাজকুমারী নেই” গানের মধ্য দিয়ে।

১৯৮৭ সালে তিনি সারেন্ডার চলচ্চিত্রে আলম কানের সুরে তিনটি গানে কণ্ঠ দেন, সেগুলো হল “সবাইতো ভালোবাসা চায়”, “গুন ভাগ করে করে”, ও “ঘড়ি চলে ঠিক ঠিক”। তন্মধ্যে প্রথমোক্ত গানটি জনপ্রিয়তা লাভ করে এবং এই গানের জন্য তিনি তার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 

কিশোর ২০২০ সালের ৬ জুলাই ৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। 

 

 

 

আরও দেখুনঃ

Leave a Comment