তুমি রবে নীরবে | রবীন্দ্রনাথ ঠাকুর | Tumi robe nirobe | Rabindranath Tagore

তুমি রবে নীরবে  গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গান। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে।

রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।

তুমি রবে নীরবে

তুমি রবে নীরবে লিরিক্স | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে-নীরবে,
নিবিড়, নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে-নীরবে,
হৃদয়ে মম |

 

মম জীবন যৌবন,
মম অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে,
নিশীথিনী-সম।

তুমি রবে-নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে-নীরবে।

জাগিবে একাকী
তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া
মোরে রহিবে ঢাকি।

জাগিবে একাকী
তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া
মোরে রহিবে ঢাকি।

মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
তুমি ভরিবে সৌরভে,
নিশীথিনী সম।

তুমি রবে-নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে-নীরবে,
নিবিড় নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে-নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে-নীরবে

তুমি রবে নীরবে লিরিক্স | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

 

“তুমি রবে নীরবে হৃদয়ে মম” গানের মূলভাব:

‘তুমি রবে নীরবে, হৃদয়ে মম’ কথাটির অর্থঃ রবে অর্থ থাকবে, নীরবে অর্থ শান্তভাবে, শব্দহীন, নিঃশব্দে বা খুবই গোপনে, হৃদয়ে অর্থ মনে বা বুকের মধ‍্যখানে, মম অর্থ আমার। সুতরাং, ‘তুমি রবে নীরবে, হৃদয়ে মম’ কথাটির মানে ‘তুমি খুবই গোপনে আমার বুকের মধ‍্যখানে থাকবে’। সূত্রঃ বাংলা ডিকশনারী।

আমার হিয়ার মাঝে লিরিক্স | amar hiyar majhe lyrics | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

 

তুমি রবে নীরবে গানের স্বরলিপি:

নাম
:
তুমি রবে নীরবে
তাল
:
একতালা
আবর্তন
:

 

ga
ga
l
তু
মি
|
ll
{Rga
ga
-gma
A
Rgra
-gra
ga
A
Gma
-a
-a
A
-a
-a
(mga
l
বে
৹৹
নী৹
৹৹
বে
হৃ৹
l
Gpa
-pka
-pka
A
pna
-qnqa
pka
A
pqa
-mpa
-Gma
A
-Rga
gpa
mpma)}
l
-a
l
৹৹
৹৹
য়ে৹
৹৹৹
ম৹
ম৹
৹৹
তু৹
মি৹৹
l
ma
ga
ra
A
sa
nha
qha
A
pha
-sa
sa
A
sa
-a
sa
l
নি
বি
নি
ভৃ
পূ
র্
ণি
মা
নি
l
snha
-sra
ra
A
rsa
-rga
ga
A
ga
-a
-a
A
-a
Gpa
ma
ll
শী৹
৹৹
থি
নী৹
৹৹
“তু
মি”
pa
pa
l
ll
pka
qa
pa
A
Pnqa
-na
na
A
sfa
-a
-a
A
-a
sfa
sfna
l
জী৹
যৌ৹
ম৹
l
sfa
gfa
gfa
A
gfmfa
-pfa
mfgfa
A
RFgfa
-a
-a
A
-gfrfa
sfa
sfa
l
খি
ভু৹
ব৹
৹৹
তু
মি
l
na
na
nqa
A
pka
-pa
pa
A
Psfa
-a
-nqa
A
-na
-a
Qpa
l
রি
বে৹
গৌ৹
বে
৹৹
নি
l
pka
-pqa
pa
A
mga
-mpa
ma
A
ga
-a
-a
A
-a
Gpa
ma
ll
শী৹
৹৹
থি
নী৹
৹৹
“তু
মি”
-a
-a
l
ll
pa
pa
pa
A
pa
-a
pka
A
pqpa
-a
-a
A
-a
ma
ma
l
জা
গি
বে
কা৹
কী৹৹
l
ga
ga
gma
A
Gra
-a
-gma
A
Rga
-a
-a
A
-a
ga
ga
l
রু
ণ৹
আঁ
৹৹
খি
l
ga
-ma
ra
A
ra
ra
-ma
A
ga
-a
-kpa
A
ka
pai
-ki
l
ন্
ছা
য়া
৹৹
মো
রে
l
pa
pka
pka
A
pnqa
-a
-pka
A
pqpa
-a
-a
A
-a
pa
pa
l
হি৹
বে৹
ঢা৹৹
৹৹
কি৹৹
[nq
-na]
l
{pka
-qa
pa
A
Pnqa
-na
na
A
sfrfsfa
-a
-a
A
-a
sfa
sfna
l
দু৹
ক্
বে৹
ন৹৹
ম৹
l
sfa
gfa
gfa
A
gfmfa
-gfmfpfa
mfgfa
A
RFgfa
-a
-rfna
A
-sfrfsfa
(sfa
sfa)}
l
sfa
sfa
l
স্ব৹
৹৹৹
প৹
৹৹
৹৹৹
তু
মি
l
na
na
nqa
A
pka
-pa
pa
A
Psfa
-a
-nqa
A
-na
-a
pa
l
রি
বে৹
সৌ৹
ভে
৹৹
নি
l
pka
-pqa
pa
A
mga
-mpa
ma
A
ga
-a
-a
A
-a
Gpa
ma
ll L
শী৹
৹৹
থি
নী৹
৹৹
“তু
মি”

 

 

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়।

১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। ১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। ১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। ১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈত্রিক বাসভবনেই তার মৃত্যু হয়।

ভালোবাসি ভালোবাসি লিরিক্স | bhalobashi bhalobashi lyrics | রবীন্দ্রনাথ ঠাকুর | ইন্দ্রানী সেন
রবীন্দ্রনাথ ঠাকুর

 

রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিধর্মিতা চিত্ররূপময়তা, অধ্যাত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা। রবীন্দ্রনাথের গদ্যভাষাও কাব্যিক। ভারতের ধ্রুপদি ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞানচেতনা ও শিল্পদর্শন তার রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল। কথাসাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন।

Music Gurukul logo of Gurukul Online Learning Network 350X70 V.02

মাজকল্যাণের উপায় হিসেবে তিনি গ্রামোন্নয়ন ও গ্রামের দরিদ্র মানুষ কে শিক্ষিত করে তোলার পক্ষে মতপ্রকাশ করেন। এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের দর্শনচেতনায় ঈশ্বরের মূল হিসেবে মানব সংসারকেই নির্দিষ্ট করা হয়েছে; রবীন্দ্রনাথ দেববিগ্রহের পরিবর্তে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পূজার কথা বলেছিলেন। সংগীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন। রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার রচিত জনগণমন-অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গানদুটি যথাক্রমে ভারত প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীত। মনে করা হয় শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে লেখা হয়েছে।

 

 

আরও দেখুনঃ 

Leave a Comment