তোমাকে চাই গানের লিরিক্স | Tumake chay ganer lyrics | অরিজিত সিং | গ্যাংস্টার | ২০১৬

তোমাকে চাই গানের লিরিক্স। এই গানটি গেয়েছেন  অরিজিৎ সিং । অরিজিত সিং একজন বাঙালি নেপথ্য গায়ক (জন্মঃ ২৫ এপ্রিল ১৯৮৭) তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন।। অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তার বেশকিছু হিট গান রয়েছে। সংগীত প্রোগ্রামার হিসেবে সংগীতের জগতে তিনি তার যাত্রা শুরু করেন। এরপর তিনি বেশকয়েকজন সংগীত পরিচালক যেমন মিথুন শর্মা,বিশাল-শেখর এবং প্রীতমের সহযোগী হিসেবে কাজ করেন। তাঁর বলিউডে প্রথম গান ছিল মিথুনের সঙ্গীত পরিচালনায় মার্ডার ২ মুভির ফির মহব্বত গানটি।

 

তোমাকে চাই গানের লিরিক্স | tumake chay ganer lyrics | অরিজিত সিং | গ্যাংস্টার |২০১৬

 

তোমাকে চাই গানের লিরিক্স | Tumake chay ganer lyrics | অরিজিত সিং | গ্যাংস্টার | ২০১৬

সিনেমাঃ গ্যাংস্টার (২০১৬)
গায়কঃ অরিজিত সিং
সুরঃ অরিন্দম চ্যাটার্জী
লিরিক্সঃ প্রসেন

তোমাকে চাই গানের লিরিক্স

তোমার নামের রোদ্দুরে
আমি দেখেছি সমুদ্দুরে
জানি না যাবো কদ্দুরে এখনো

আমার পোড়া কপালে
আর আমার সন্ধ্যে সকালে
তুমি কেন এলে জানি না এখনো
ফন্দি আটে মন পালাবার…
বন্দি আছে কাছে সে তোমার…

যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকে চাই

হল শুরু সাত দিনে
এই খেলাধূলো রাত দিনের
জানি বারণ করার সাধ্যি নেই,
আর আমার…
তোমার নামের মন্দিরে
আর তোমার নামের মসজিদে
আমি কথা দিয়ে এসেছি,
বার বার

বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও
তুমি ইচ্ছে মত আমাকে সাজাও

যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকে চাই

মনের গভীরে, ঘুমের শরীরে
তোমাকে নিয়ে ডুবে যাবো
আমার কাছে কারণেরা আছে
নিজেকে আমি খুজেই নেব

যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকে চাই

 

তোমাকে চাই গানের লিরিক্স | tumake chay ganer lyrics | অরিজিত সিং | গ্যাংস্টার |২০১৬

 

ব্যক্তিগত জীবন:

অরিজিৎ সিং এর পৈতৃক নিবাস ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ-এ। পারিবারিকভাবে অরিজিৎ প্রথম বিবাহ করেন ২০১২ সালে। কিন্তু সে সংসার টেকেনি। বছরখানেক পরে প্রথম বিবাহ-বিচ্ছেদের পরে, তার ছেলেবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন। কোয়েল রায় ছোটবেলার বান্ধবী এবং উনিও তাঁর প্রথম বিবাহ থেকে সপুত্র বেরিয়ে এসেছেন। প্রাইমারি স্কুলের পূর্বতন শিক্ষিকা এবং তাঁর নিজস্ব একটা এন.জি.ও সংস্থা রয়েছে। ২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ। কাউকেই এই বিয়ের ব্যাপারে টের পেতে দেননি বলিউডের এই নামজাদা গায়ক।

দ্বিতীয় স্ত্রী কোয়েলের প্রথম পক্ষের সন্তানকেও সারাক্ষণ আগলে রাখেন অরিজিৎ। অরিজিৎ-কোয়েলেরও দুই সন্তান রয়েছে-এক ছেলে ও এক মেয়ে। তিন সন্তানকে নিয়ে ভরপুর পরিবার তাঁদের। সাধারণত মিডিয়া থেকে দুরত্ব বজায় রাখেন অরিজিৎ তবে কনসার্টগুলিতে ভক্তদের সঙ্গে মেতে ওঠেন। তিনি ২০১৮ সালে ভারতের গায়কদের মধ্যে সবচেয়ে বেশি কনসার্ট করেছেন এবং তিনি প্রতি বার দুর্গা পূজা তে তার বাড়ি যান ।

 

220px Arijit Singh তোমাকে চাই গানের লিরিক্স | Tumake chay ganer lyrics | অরিজিত সিং | গ্যাংস্টার | ২০১৬
বিশেষ করে ঐ ছবিতে তুম হি হো গানটি গাওয়ার পর তিনি সকল সংগীতপ্রেমীদের আইকন হয়ে ওঠেন।  এটা তাকে তারকাখ্যাতি এনে দেয়।  গানটির জন্য তিনি ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এ সেরা পুরুষ গায়কের পুরস্কার অর্জন করেন। ২০১৪ সালে তিনি জিৎ গাঙ্গুলীর সুুর ও কমপোজ করা মুসকুরানে গানটি গান। এই গানের জন্য সে বছর তিনি সবচেয়ে বেশি নমিনেশন পান। ২০১৬ সালে তিনি সুরাজ ডুবা হ্যায় গানের জন্য ও ২০১৭ সালে এ দিল হ্যায় মুশকিল গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এভাবে ধীরে ধীরে তিনি সংগীত জগতে নিজের এক আলাদা অবস্থান নিশ্চিত করেন।
তোমাকে চাই গানের লিরিক্স | tumake chay ganer lyrics | অরিজিত সিং | গ্যাংস্টার |২০১৬
অরিজিৎ সিং এর পৈতৃক নিবাস ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ-এ। পারিবারিকভাবে অরিজিৎ প্রথম বিবাহ করেন ২০১২ সালে। কিন্তু সে সংসার টেকেনি। বছরখানেক পরে প্রথম বিবাহ-বিচ্ছেদের পরে, তার ছেলেবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন। কোয়েল রায় ছোটবেলার বান্ধবী এবং উনিও তাঁর প্রথম বিবাহ থেকে সপুত্র বেরিয়ে এসেছেন। প্রাইমারি স্কুলের পূর্বতন শিক্ষিকা এবং তাঁর নিজস্ব একটা এন.জি.ও সংস্থা রয়েছে।
২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ। কাউকেই এই বিয়ের ব্যাপারে টের পেতে দেননি বলিউডের এই নামজাদা গায়ক। দ্বিতীয় স্ত্রী কোয়েলের প্রথম পক্ষের সন্তানকেও সারাক্ষণ আগলে রাখেন অরিজিৎ। অরিজিৎ-কোয়েলেরও দুই সন্তান রয়েছে-এক ছেলে ও এক মেয়ে। তিন সন্তানকে নিয়ে ভরপুর পরিবার তাঁদের। সাধারণত মিডিয়া থেকে দুরত্ব বজায় রাখেন অরিজিৎ তবে কনসার্টগুলিতে ভক্তদের সঙ্গে মেতে ওঠেন। তিনি ২০১৮ সালে ভারতের গায়কদের মধ্যে সবচেয়ে বেশি কনসার্ট করেছেন এবং তিনি প্রতি বার দুর্গা পূজা তে তার বাড়ি যান ।

আরও দেখুনঃ

Leave a Comment