তোমারও পিরিতে বন্ধু রে [ Tomaro Pirite Bondhu Re ]

তোমারও পিরিতে বন্ধু রে
শাহ্‌ আব্দুল করিম

“তোমারও পিরিতে বন্ধু রে” গানটি লিখেছেন এবং সুর করেছেন বাউল সম্রাট শাহ্‌ আব্দুল করিম । উস্তাদ শাহ আবদুল করিম  হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক।

তোমারও পিরিতে বন্ধু রে [ Tomaro Pirite Bondhu Re ]

গীতিকারঃ শাহ্‌ আব্দুল করিম

সুরকারঃ শাহ্‌ আব্দুল করিম

তোমারও পিরিতে বন্ধু রে [ Tomaro Pirite Bondhu Re ]

তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি ,
তুমি আমায় করবা নাকি মিছা কলস্কিনি বন্ধু রে বন্ধু কি হবে না জানি ,
তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি ।।

আমি তোমার প্রেমের পাগল কাদি দিনরজনি ,
কোন পরানে ভিন্ন বাসো কহ কহ শুনি বন্ধু রে বন্ধু
কি হবে না জানি ,
তোমারও পিরিতে বন্ধু রে

তোমারও পিরিতে বন্ধু রে
শাহ্‌ আব্দুল করিম

বন্ধু কি হবে না জানি ।।

যে দিন হতে তোমার প্রেমে
সপেছি পরানি ,
সেদিন হতে বারন হয়না দুই
নয়নের পানি বন্ধু রে বন্ধু কি হবে না জানি ,
তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি ।।

পাগল আব্দুল করিম বলেরে আমার লাগে পেরেশানি ,
অন্তিম কালে পাই যদি তর
রাঙ্গা চরনখানি বন্ধু রে বন্ধু কি হবে না জানি ,
তোমারও পিরিতে বন্ধু রে
বন্ধু কি হবে না জানি ।।

শাহ্‌ আব্দুল করিমঃ

তোমারও পিরিতে বন্ধু রে
শাহ্‌ আব্দুল করিম

শাহ আবদুল করিম  একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন।

স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন।
বাউল শাহ আবদুল করিমের এ পর্যন্ত ৭টি গানের বই প্রকাশিত হয়েছে। তার মৃত্যুর কিছুদিন আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তার রচনাসমগ্র (অমনিবাস)-এর মোড়ক উন্মোচিত হয়েছে।
২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিম মৃত্যু বরণ করেন।
আরও দেখুনঃ

Leave a Comment