![তোমারও পিরিতে বন্ধু রে [ Tomaro Pirite Bondhu Re ] 1 তোমারও পিরিতে বন্ধু রে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_297/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/Baul-Samrat-2009120619-e1645947256134-300x297.jpg)
“তোমারও পিরিতে বন্ধু রে” গানটি লিখেছেন এবং সুর করেছেন বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম । উস্তাদ শাহ আবদুল করিম হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক।
তোমারও পিরিতে বন্ধু রে [ Tomaro Pirite Bondhu Re ]
গীতিকারঃ শাহ্ আব্দুল করিম
সুরকারঃ শাহ্ আব্দুল করিম
তোমারও পিরিতে বন্ধু রে [ Tomaro Pirite Bondhu Re ]
তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি ,
তুমি আমায় করবা নাকি মিছা কলস্কিনি বন্ধু রে বন্ধু কি হবে না জানি ,
তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি ।।
আমি তোমার প্রেমের পাগল কাদি দিনরজনি ,
কোন পরানে ভিন্ন বাসো কহ কহ শুনি বন্ধু রে বন্ধু
কি হবে না জানি ,
তোমারও পিরিতে বন্ধু রে
![তোমারও পিরিতে বন্ধু রে [ Tomaro Pirite Bondhu Re ] 2 তোমারও পিরিতে বন্ধু রে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_175,h_263/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/Shah_a_k-200x300.jpg)
বন্ধু কি হবে না জানি ।।
যে দিন হতে তোমার প্রেমে
সপেছি পরানি ,
সেদিন হতে বারন হয়না দুই
নয়নের পানি বন্ধু রে বন্ধু কি হবে না জানি ,
তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি ।।
পাগল আব্দুল করিম বলেরে আমার লাগে পেরেশানি ,
অন্তিম কালে পাই যদি তর
রাঙ্গা চরনখানি বন্ধু রে বন্ধু কি হবে না জানি ,
তোমারও পিরিতে বন্ধু রে
বন্ধু কি হবে না জানি ।।
শাহ্ আব্দুল করিমঃ
![তোমারও পিরিতে বন্ধু রে [ Tomaro Pirite Bondhu Re ] 3 তোমারও পিরিতে বন্ধু রে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_202,h_253/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/images-22.jpg)
শাহ আবদুল করিম একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন।