তোমার আমার ভালোবাসা [Tomar amar valobasa] | বউ বন্ধক
তোমার আমার ভালোবাসা [Tomar amar valobasa] | বউ বন্ধক
গীতিকারঃ হাসান মতিউর রহমান
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মনির খান
তোমার আমার ভালোবাসা লিরিক্স :
গাছটা হইলো সবুজ বন্ধু, ফুলটা হইলো লাল
গাছটা হইলো সবুজ বন্ধু, ফুলটা হইলো লাল
তোমার আমার ভালোবাসা
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল বন্ধু,থাকবে চিরকাল বন্ধু
থাকবে চিরকাল।
গাছটা হইলো সবুজ বন্ধু, ফুলটা হইলো লাল
![তোমার আমার ভালোবাসা [Tomar amar valobasa] | বউ বন্ধক 2 তোমার আমার ভালোবাসা](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_179,h_217/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/8d2e1c_e1a780eca7c045b3b89585e70941edc5_mv2-247x300.jpg)
গাছটা হইলো সবুজ বন্ধু, ফুলটা হইলো লাল
তোমার আমার ভালোবাসা
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল বন্ধু,থাকবে চিরকাল বন্ধু
থাকবে চিরকাল।।
শিঁশিঁরে কি ভিজে মাটি, বিনা বর্ষণে
চিঠিতে কি ভরে মন, বিনা দর্শনে
পানে তে চুন কম খাইলে,
পানে তে চুন কম খাইলে
লাগে বড় ঝাল বন্ধু,লাগে বড় ঝাল
গাছটা হইলো সবুজ বন্ধু, ফুলটা হইলো লাল
তোমার আমার ভালবাসা
থাকবে চিরকাল বন্ধু,থাকবে চিরকাল বন্ধু
থাকবে চিরকাল।
ফুল ফুটেঁ ঝড়ে যায়, দুনিয়ার রীতি
পিরিতি ভাঙ্গিয়া গেলে, থাকে শুধু স্মৃতি
আমার কাছে আছে বন্ধু,
আমার কাছে আছে তোমার নূপুরেরই তাল বন্ধু
নূপুরেরই তাল বন্ধু, নূপুরেরই তাল।
গাছটা হইলো সবুজ বন্ধু, ফুলটা হইলো লাল
তোমার আমার ভালবাসা
থাকবে চিরকাল বন্ধু,থাকবে চিরকাল বন্ধু
থাকবে চিরকাল।
প্রেমেরই প্রদীপ খানি, চিরদিন জ্বলে
স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে,
চোখের আড়াল হলেই হয় না,চোখের আড়াল হলেই হয় না
মনেরই আড়াল বন্ধু,মনেরই আড়াল, বন্ধু
মনেরই আড়াল।
কাচেঁর দেয়াল ভেঙ্গে গেলে, লাগেনা তো জোড়া
এক নূপুরে আলতা পায়ে, নেইতো কোন শুভা
আমার ঘরে যেদিন নেবো,প্রেমের ছোয়ায় ভরিয়ে দেবো
হইবো বে-সামাল বন্ধু, হইবো বে-সামাল বন্ধু,
হইবো বে-সামাল।
গাছটা হইলো সবুজ বন্ধু, ফুলটা হইলো লাল
তোমার আমার ভালবাসা
থাকবে চিরকাল বন্ধু,থাকবে চিরকাল বন্ধু
থাকবে চিরকাল।
গাছটা হইলো সবুজ বন্ধু, ফুলটা হইলো লাল
গাছটা হইলো সবুজ বন্ধু, ফুলটা হইলো লাল
তোমার আমার ভালবাসা
থাকবে চিরকাল বন্ধু,থাকবে চিরকাল বন্ধু
থাকবে চিরকাল।
গাছটা হইলো সবুজ বন্ধু, ফুলটা হইলো লাল
গাছটা হইলো সবুজ বন্ধু, ফুলটা হইলো লাল
তোমার আমার ভালবাসা
থাকবে চিরকাল বন্ধু,থাকবে চিরকাল বন্ধু
থাকবে চিরকাল।।
হাসান মতিউর রহমানঃ
মনির খানঃ
![তোমার আমার ভালোবাসা [Tomar amar valobasa] | বউ বন্ধক 4 তোমার আমার ভালোবাসা](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_354,h_196/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/Monir-Khan-bg20200102172258-300x166.jpg)
মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। মনির খান ১৯৭২ সালের ১ আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ মাহবুব আলী খান একজন স্কুল শিক্ষক এবং মাতা মোছা. মনোয়ারা খাতুন একজন গৃহিণী। গুণী এই শিল্পীর বাল্যকাল কেটেছে নিজ গ্রামেই। বন্ধুদের সাথে খেলাধুলা, ছোটাছুটি, পুকুরে সাঁতারকাটা আর মাছ ধরা সবমিলিয়ে এক আনন্দঘন পরিবেশে বেড়ে উঠেছেন মনির ‘খান। এত কিছুর মধ্যেও ছোট বেলা থেকেই তার গানের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল। স্থানীয় অনেক গুরুজনদের কাছে গান শিখেছেন। তবে সঙ্গীতের হাতেখড়ি হয় মূলত রেজা খসরুর কাছে ।
![তোমার আমার ভালোবাসা [Tomar amar valobasa] | বউ বন্ধক 5 YaifwwriN4BzRFCyqbslL4 তোমার আমার ভালোবাসা [Tomar amar valobasa] | বউ বন্ধক](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
১৯৮৯ সালে মনির ‘খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন।১৯৯১ সালের ৫ই সেপ্টেম্বর এখান থেকে এন. ও. সি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকাতে আসার পরও তিনি বেশ কিছু গুরুজনদের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবুবক্কার সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ, অনুপ চক্রবর্তীসহ আরও অনেকে।
আরও দেখুনঃ