তোমার লাগি হাছন রাজা [ Tomar Lagi Hason Rajay ]

“তোমার লাগি হাছন রাজা” গানটি বাংলা বাউল এবং লোকসঙ্গীতের এক অতি পরিচিত রত্ন। এটি মূলত সুফি ও বাউলধর্মী প্রেমের গীতি, যেখানে প্রেমিকের অন্তরের গভীর আবেগ, ভালোবাসা এবং ভক্তি ফুটে উঠেছে।

 

তোমার লাগি হাছন রাজা

এগো মওলা, তোমার লাগি হাছন রাজা বাউলা
ভাবতে ভাবতে হাছন রাজা হইল এমন আউলা
দিনে রাইতে উঠে মনে, প্রেমানলের শওলা

আর কত সহিব প্রাণে, তুই বন্ধের জ্বালা
সোনার রং অঙ্গ আমার, হইয়াছে রে কালা
অন্তরে বাহিরে আমার জ্বলিয়ে রহিল কয়লা
লোকে বলে হাছন রাজা হইল রে আজুলা

হাতে তলি দিয়া গিল্লা, করেরে কট মুল্লা
আজুলা হইয়া হাছন রাজায় বলে আল্লা
বারে বারে বলে, লাইলাহা ইল্লাল্লা
নাচে নাচে হাছন রাজা হইয়া ফানা ফিল্লা

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

তুমি জানো নারে প্রিয় [ Tumi Jano Na Re Priyo ] নিয়ে কভার ঃ

 

Leave a Comment