দয়াল তোমারও লাগিয়া [ Doyal Tomaro Lagiya ]

দয়াল তোমারও লাগিয়া
বাউল

“দয়াল তোমারো লাগিয়া” গানটি লিখেছেন পরাণ ফকির এবং সুর করেছেন  নবীন চন্দ্র রাজবংশী । এইটি একটি বাউল গান ।

দয়াল তোমারও লাগিয়া [ Doyal Tomaro Lagiya ]

গীতিকারঃ পরাণ ফকির

সুরকারঃ নবীন চন্দ্র রাজবংশী

দয়াল তোমারও লাগিয়া [ Doyal Tomaro Lagiya ]

দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব

 

তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ

তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

 

দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব

আমি সঁইপা দিব আমার মন ও প্রাণ

তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

 

দয়াল তোমারও লাগিয়া দেশে না বৈদেশে

আমি পাইতাছি পিরিতির ফল

তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

 

যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে

তুমি সেইমতো উড়াইলা আমার প্রাণ

তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

পরান ফকির:

দয়াল তোমারও লাগিয়া
পরাণ ফকির

দয়াল তোমারও লাগিয়া গায়ক পরান ফকির ছোটবেলায় বুদ্ধি হওয়ার পর থেকেই প্রতিবছর নিয়ম করে গোক্ষুনাথের গান শোনার সৌভাগ্য তার হয়েছিল।শুধু একটা বাদ্যযন্ত্র বাজিয়েও যে এমন মধুর সুরের গান করা সম্ভব, সেটা তখন থেকেই জেনেছিলাম। তিনি তার ওস্তাদ আলতাফ ফকির এর কাছ থেকে তার বাদ্যযন্ত্রের শিক্ষা নেন ।

আরও দেখুনঃ

Leave a Comment