কুল নাই দরিয়ার পারে লিরিক্স | Kul Nai Doriyar Pare lyrics | Jalal Uddin Khan | Sunil Karmakar
কুল নাই দরিয়ার পারে লিরিক্স | Kul Nai Doriyar Pare : বাউল মালজোড়া গান, মহাজনী গান ও লোক সংগীতের একজন স্বনামধন্য শিল্পী। দৃষ্টহীন এই শিল্পীর জন্ম ১৯৫৯ সনের জানুয়ারী মাসের ১৫ তারিখ। পিতা স্বর্গীয় দীনেশ কর্মকার, মাতা কমলা কর্মকার। জন্মস্হান পূর্ব ময়মনসিংহে বর্তমানে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বারনাল গ্রামে। তিন ভাইয়ের মধ্যে তিনি সর্বজেষ্ঠ। দ্বিতীয় ভাই দীলিপ কর্মকার একজন স্বর্নশিল্পী। সর্ব কনিষ্ঠ ভাই শ্রীমল কর্মকার ও বাবা দীনেশ কর্মকার ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময় ভারতের আশ্রয় শিবিরে অসুস্হতা জনিত কারনে স্বর্গীয় হন।
কুল নাই দরিয়ার পারে লিরিক্স | Kul Nai Doriyar Pare lyrics | Jalal Uddin Khan | Sunil Karmakar
কুল নাই দরিয়ার পারে লিরিক্স | Kul Nai Doriyar Pare | Jalal Uddin Khan | Sunil Karmakar
singer : Sunil Karmakar
কুল নাই দরিয়ার পারে লিরিক্স :
কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর এর আগায় বসে সোনার ময়না গেয়ে গেলো চল্লিশ বৎসর।। কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর।।
কই গেল সেই তোতা ময়না কই গেল সেই ককিলা যার গানে ঘুম ভাঙ্গিয়া হইত মানুষ উতলা।। বহিছে সেই অন্তর জালা কাঁপে অঙ্গ থরোথর।। কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর।।
তরুন বয়সে এসেছিলো বাহেস্তি সুন্দরি হুর দরিয়া মন্থন করিয়া লুটে নিলো রত্ন কুল।। নেশায় তখন ছিলাম বিভোর মনটা ছিল বেখবর।। কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর।।
কালের বাঁশি নানান সুরে বাজতে বাজতে অবিরাম মৃত্যু আনল শিয়রেতে দমকা বাজে ধুম ধাম।। লয় না সে এলাহির নাম মনে মনে রয় কাতর।। কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর।।
বেতাল হয়ে পাতাল পুরে ধীরে এখন চলেছি তাজা রক্ত জলতি আগুন নিভে ঠাণ্ডা হয়েছি।। জালালে কয় বেঁচে আছি দুঃখে কষ্টে নিরন্তর।।
কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর এর আগায় বসে সোনার ময়না গেয়ে গেলো চল্লিশ বৎসর।।
কুল নাই দরিয়ার পারে লিরিক্স | Kul Nai Doriyar Pare lyrics | Jalal Uddin Khan | Sunil Karmakar
বাউল শিল্পী সুনীল কর্মকার
এর জীবনী
—— রেজাউল করিম আসলাম
বাউল মালজোড়া গান, মহাজনী গান ও লোক সংগীতের একজন স্বনামধন্য শিল্পী। দৃষ্টহীন এই শিল্পীর জন্ম ১৯৫৯ সনের জানুয়ারী মাসের ১৫ তারিখ। পিতা স্বর্গীয় দীনেশ কর্মকার, মাতা কমলা কর্মকার। জন্মস্হান পূর্ব ময়মনসিংহে বর্তমানে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বারনাল গ্রামে। তিন ভাইয়ের মধ্যে তিনি সর্বজেষ্ঠ। দ্বিতীয় ভাই দীলিপ কর্মকার একজন স্বর্নশিল্পী। সর্ব কনিষ্ঠ ভাই শ্রীমল কর্মকার ও বাবা দীনেশ কর্মকার ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময় ভারতের আশ্রয় শিবিরে অসুস্হতা জনিত কারনে স্বর্গীয় হন।
৭ বছর বয়সেই গান তার রক্তের প্রতিটি বিন্দুতে দখল করে রেখেছিল। সেই সময় পাশের গ্রামে বিখ্যাত গীতিকবি জালাল উদ্দিন খাঁ এর বাড়িতে বিশাল গানের আসর বসতো।
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
গান শুনে ৭ বছর বয়সেই ছুটে যেতো পাশের গ্রামগুলিতে যেখানে যেখানে গানের আসর হতো। কিন্তু বিধিবাম, হঠাৎ করে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চোখের আলো নিভে যায়। দৃষ্টিহীন ছেলেটির গানের আগ্রহ তখনো কমেনি। এই দেখে বাবা দীনেশ কর্মকার নিয়ে যান পাশের গ্রামের বাউল গায়ক ইস্রাইল মিয়ার কাছে। শৈশবকালই শিষ্যত্ব গ্রহন করেন সিংহের গাঁয়ের ইস্রাইল মিয়ার কাছে। গুরু নিজেই তাকে সংগীতে হাতেখড়ি দেন এবং লালন পালন করেন নিজ পুত্রের ন্যায়। সেখানে সংগীতের তালিমের সাথে সাথে ওস্তাদের কাছে দোতারা বাদনও পারদর্শী হয়ে উঠেন।
৯/১০ বছর বয়সে বাদল পন্ডিতের কাছ থেকে হারমোনিয়াম বাজানো শেখেন। তবলা শেখেন প্রতিবেশী কাকা গোবিন্দ কর্মকারের কাছ থেকে। লম্ম্নৌ ঘরানার সৌখিন বেহালা বাদক মীর হোসেন এর কাছে তালিম নেন বেহালা বাদনে।
ক্রমেক্রমেই পারদর্শী হয়ে উঠেন দেশী – বিদেশী একাধিক বাদ্যযন্ত্রে। তার স্পর্শে একতারা, দোতারা, স্বরাজ, হারমোনিয়াম যেমন প্রান পেয়ে উঠে, তেমন খমক, খুন্জুরী, ঢোল, ঢোলক, ঢাকও জেগে উঠে সমান তালে।
কুল নাই দরিয়ার পারে লিরিক্স | Kul Nai Doriyar Pare lyrics | Jalal Uddin Khan | Sunil Karmakar