পারিনা তোমাকে লিরিক্স. অভিমান গানটি গেয়েছেন, লিখেছেন ও টিউন তৈরি করেছেন তানভীর ইভান। গানটি হল বাংলা নাটক “বেস্ট ফ্রেন্ড ৩” এর গান। অভিমান গানের কথা। পারিনা তোমাকে লিরিক্স – আমি পারিনি তুমাকে আপন করে রাখতে শিরোনামের এই গানটি গেয়েছেন তানভীর ইবান। এটি একটি বাংলা নাটক এর গান, বেস্ট ফ্রেন্ড ৩ – Best Friend 3 নাটকের গান এটি, যেখানে জুভান এবং মেহযাবিন অভিনয় করেছেন। তুমি বুঝনি আমি বলিনি , তুমি বুঝনি আমি বলিনি mp3 song download is very easy, তুমি বুঝনি আমি বলিনি . জনপ্রিয় এই গানটি অভিমান – Oviman টাইটেল এর মাধ্যমে ইউটিউব এ মুক্তি পেয়েছে।পারিনা তোমাকে লিরিক্স দেখে নিতে পারবেন।
Table of Contents
আমি পারিনা তোমাকে লিরিক্স | Ami Parini Tomake Lyrics | Tanveer Evan
Music: Piran Khan
Drama: Best Friend 3
আমি পারিনা তোমাকে লিরিক্স [ বাংলা ]
আমি পারিনি তোমাকে
আপন করে রাখতে
আমি পারিনি তোমাকে
আবার আমার করে রাখতে,
তুমি বুঝোনি
আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি,
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে
তুমি বুঝোনি…বুঝোনি
কখনো যদি, আনমনে চেয়ে
আকাশের পানে আমাকে খুঁজো
কখনো যদি, হঠাৎ এসে
জড়িয়ে ধরে বলো ভালোবাসো,
আমি প্রতি রাত, হ্যাঁ প্রতিক্ষণ
খুব অজানায় কত অভিনয়
করে বসি তোমায় ভেবে
আমার অযথা সব লেখা গান
সব শুনে মন করে উচাটন
তুমি বোঝোনি কেন আমাকে,
তুমি বুঝোনি
আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি,
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি,
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে
তুমি বুঝোনি…বুঝোনি।
Ami Parini Tomake Lyrics In English / Roman
Ami Parini Tomake Apon Kore Rakhte
Ami Parini Tomake Abar Amar Kore Rakhte
Tumi Bujhoni Ami Bolini
Tumi Shopnote Keno Asoni
Amar Oviman Tomake Niye Sob Geche
Gane Gane Shure Shure
Koto Kotha Bolechi Tomake
Tumi Bujhoni… Bujhoni…
Kokhono Jodi Anmone Cheye
Akasher Prane Amake Khujo
Kokhono Jodi Hothath Ese
Joriye Dhore Bolo Valobasho
Ami Proti Raat Ha Proti Kkhon
Khub Ojanai Koto Ovinoy
Kore Bosi Tomay Vebe
Amar Ojotha Sob Lekha Gan
Sob Shure Mon Kore Uchaton
Tumi Bujhoni Keno Amake
তানভীর ইভান সম্পর্কে:
তানভীর ইভান (জন্ম: ১৮ এপ্রিল ১৯৯৪) একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। ২০২২ সালে ‘বেস্ট ফ্রেন্ড ৩’–এর ‘অভিমান’ গানের জন্য তিনি মেরিল-প্রথম আলো সেরা গায়কের পুরস্কার লাভ করেন। তানভীর ইভান ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত বাংলা গানসহ দেশি মিউজিক ফ্যাক্টরি প্রযোজিত হিন্দি গানেও কাজ করেছেন।
প্রারম্ভিক জীবন
তানভীর ইভানের জন্ম চট্টগ্রামে। সেখানেই বেড়ে ওঠা, পড়াশোনা। তিনি কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করেন। বাবা সাবেক রেলওয়ে কর্মকর্তা ইমতিয়াজ বাবুল গান গাইতেন। তাঁকে দেখেই গানের উৎসাহী হন তানভীর ইভান।

কর্মজীবন
২০১৩ সালে নিজের লেখা ও সুরে ‘ম্যায়নে রোয়া’ নামে প্রথম হিন্দি গান রেকর্ড করেন। তখন তেমন কোনো সাড়া না আসলেও ব্যাপক আলোচনায় আসে ২০২০ সালে। এর আগে ২০১৭ সালের ৩০ ডিসেম্বর তিনি ইউটিউবে তার প্রথম ভিডিও আপলোড করেন। ২০১৬ সালে একক নাটক ‘বেস্ট ফ্রেন্ড’-এ তাঁর গান ‘অভিযোগ’ সাড়া ফেলে। পরের জনপ্রিয় গান ‘অজানা’ যা ব্যবহৃত হয় ‘লাভ ভার্সেস ক্রাশ’ নাটকে। ২০২০ সালে ‘বেস্ট ফ্রেন্ড ৩’ নাটকে ব্যবহৃত ‘অভিমান’ ইভানের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়।অভিমান গানটি ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা বাংলা গানগুলোর মধ্যে একটি।
আরও দেখুন :