পুরানো সেই দিনের কথা (1885) [ Purano Sei Diner Kotha ]

পুরানো সেই দিনের কথা
রবীন্দ্রনাথ ঠাকুর

পুরানো সেই দিনের কথা গানটি একটি রবীন্দ্রসংগীত । গানটি লিখেছেন এবং সুর করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর । গানটি বাংলা শিল্পের অন্যতম সেরা সৃষ্টি ।

পুরানো সেই দিনের কথা [ Purano Sei Diner Kotha ]

গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

পুরানো সেই দিনের কথা [ Purano Sei Diner Kotha ]

পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়,
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়..

পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়,
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়..

আয় আর-একটিবার আয় রে সখা
প্রাণের মাঝে আয়,

পুরানো সেই দিনের কথা
রবীন্দ্রনাথ ঠাকুর

মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়..

আয় আর-একটিবার আয় রে সখা
প্রাণের মাঝে আয়,
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়..

পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়,
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়..

মোরা ভোরের বেলা ফুল তুলেছি
দুলেছি দোলায়,
বাজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়..

মোরা ভোরের বেলা ফুল তুলেছি
দুলেছি দোলায়,
বাজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়..

হায় মাঝে হল ছাড়াছাড়ি
গেলেম কে কোথায়,
আবার দেখা হল সখা
প্রাণের মাঝে আয়..

হায় মাঝে হল ছাড়াছাড়ি
গেলেম কে কোথায়,
আবার দেখা হল সখা
প্রাণের মাঝে আয়..

পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়,
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়..

রবীন্দ্রনাথ ঠাকুরঃ

পুরানো সেই দিনের কথা
রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ও সুরারোপিত গানকে রবীন্দ্রনাথ সংগীত বলে । রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর  এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবী । রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত এক কবি। মাত্র আট বছর বয়সে তিনি কাব্যরচনা শুরু করেন। তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা ৫২। তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত সংগীতস্রষ্টা হিসেবে।

রবীন্দ্রনাথ প্রায় দুই হাজার গান লিখেছিলেন। কবিতা ও গান ছাড়াও তিনি ১৩টি উপন্যাস, ৯৫টি ছোটগল্প, ৩৬টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং ৩৮টি নাটক রচনা করেছিলেন।

এই মহাকবি ৭ আগষ্ট ১৯৪১ সালে ৮০ বছর বয়সে মারা যান । 

আরও দেখুনঃ 

Leave a Comment