প্রেমের মানুষ ঘুমাইলে [ Premer Manush Ghumaile hoy Jontro na ]

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা
বাউল আব্দুস সালাম

“প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা” গানটি গেয়েছেন এবং লিখেছেন বাউল আব্দুস সালাম 

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা [ Premer Manush Ghumaile hoy Jontro na ]

গীতিকারঃ বাউল আব্দুস সালাম

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ বাউল আব্দুস সালাম

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা [ Premer Manush Ghumaile hoy Jontro na ]

প্রেমের মানুষ ঘুমাইলেও হয় যন্ত্রণা
প্রেমের মানুষ ঘুম দিলেও হয় যন্ত্রণা।
ঘুমের ঘোরে স্বপ্নে দেখে,
প্রাণ বন্ধুর আনা গোনা
প্রেমের মানুষ ….

প্রেম করে যে হয় উদাসী

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা
বাউল আব্দুস সালাম
তারে ভাবে বেশি বেশি গো
গহীন কাননে বসি সঙ্গে কেহ থাকেনা
প্রেমের …..
প্রেমে হাসায় প্রেমে কাঁদায়
প্রেমে রাখে ফুল বিছানায় গো
প্রেম করিয়া হাইরা গেলে
পাগল পুর হয় ঠিকানা
প্রেমের ….
প্রেমের মানুষ থাকলে দুরে
মনে হয় সে নিজের ঘরে গো
সালাম তারে ধরতে গেলে
কেনো যে ধরা দেয় না
প্রেমের

বাউল আব্দুস সালামঃ

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা
বাউল আব্দুস সালাম

প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা গানের গায়ক আব্দুস সালাম সরকার বর্তমান সময়ে নেত্রকোনা ও আশেপাশের অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় বাউল শিল্পী । তিনি ১৯৬৭ সালের ৪ আগস্ট মদন উপজেলার জয়পাশা গ্রামে জন্মগ্রহণ করেন । দীর্ঘদিন যাবত সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন কেন্দুয়া পৌর শহরের বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন এলাকায় ।

তাঁর পিতা মৃত আব্দুল জব্বার ও মাতা মৃত পরিষ্কারেরন্নেছা । বাউল সালাম অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন ।প্রচুর ক্যাসেট ও এ্যালবাম প্রকাশ করেছেন । নেত্রকোনা,কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের ভাটি অঞ্চলে এমন মানুষ পাওয়া দুঃসাধ্য -যারা বাউল সালামের অন্তত দুএকটা গান শোনেননি । শুধু গ্রামের মানুষেই নন, শহরাঞ্চলের আধুনিক জীবনধারায় অভ্যস্ত মানুষেও তাঁর গানের ভক্ত ।মালজোড়া গানেও তিনি পারদর্শী । তাঁর নাম শুনলে গানের আসরে হাজার হাজার শ্রোতার আগমন ঘটে । নতুন প্রজন্মের শিল্পীরা প্রায়ই বেতার-টেলিভিশনে তাঁর লেখা ও সুর করা গান গেয়ে থাকেন ।

আরও দেখুনঃ 

Leave a Comment