![প্রেমের মানুষ ঘুমাইলে [ Premer Manush Ghumaile hoy Jontro na ] 1 প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/maxresdefault-25-1-e1646559685931-228x300.jpg)
“প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা” গানটি গেয়েছেন এবং লিখেছেন বাউল আব্দুস সালাম ।
প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা [ Premer Manush Ghumaile hoy Jontro na ]
গীতিকারঃ বাউল আব্দুস সালাম
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ বাউল আব্দুস সালাম
প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা [ Premer Manush Ghumaile hoy Jontro na ]
প্রেম করে যে হয় উদাসী
বাউল আব্দুস সালামঃ
প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা গানের গায়ক আব্দুস সালাম সরকার বর্তমান সময়ে নেত্রকোনা ও আশেপাশের অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় বাউল শিল্পী । তিনি ১৯৬৭ সালের ৪ আগস্ট মদন উপজেলার জয়পাশা গ্রামে জন্মগ্রহণ করেন । দীর্ঘদিন যাবত সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন কেন্দুয়া পৌর শহরের বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন এলাকায় ।
তাঁর পিতা মৃত আব্দুল জব্বার ও মাতা মৃত পরিষ্কারেরন্নেছা । বাউল সালাম অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন ।প্রচুর ক্যাসেট ও এ্যালবাম প্রকাশ করেছেন । নেত্রকোনা,কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের ভাটি অঞ্চলে এমন মানুষ পাওয়া দুঃসাধ্য -যারা বাউল সালামের অন্তত দুএকটা গান শোনেননি । শুধু গ্রামের মানুষেই নন, শহরাঞ্চলের আধুনিক জীবনধারায় অভ্যস্ত মানুষেও তাঁর গানের ভক্ত ।মালজোড়া গানেও তিনি পারদর্শী । তাঁর নাম শুনলে গানের আসরে হাজার হাজার শ্রোতার আগমন ঘটে । নতুন প্রজন্মের শিল্পীরা প্রায়ই বেতার-টেলিভিশনে তাঁর লেখা ও সুর করা গান গেয়ে থাকেন ।
আরও দেখুনঃ