প্রেমের সমাধি ভেঙে লিরিক্স-এন্ড্রো কিশোর-[Premer Somadhi Venge Lyrics-Andrew Kishore]
প্রেমের সমাধি ভেঙে লিরিক্স
চলে যায়
প্রানের পাখি চলে যায়
পিঞ্জর ভেঙ্গে চলে যায়।
প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে
পাখি যায় উড়ে যায়, আ..
তোমায় পাবোনা জানি
শুধু চোখের পানি
দিয়ে গেলে আমায়। আ..
খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না
বনেরও পাখি বনের মায়া ছাড়ে না।
আ আ আ
পাখি যায় উড়ে যায়,
প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে,
পাখি যায় উড়ে যায়
আমার হৃদয় ভেঙ্গে যায়।।
ফুল ফুটেছিল মনেরও বাগিচায়
পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়।
কোন অপরাধে
আমার প্রেমের তরী
অকূলে ভাসালে? ও ওও..
![প্রেমের সমাধি ভেঙে লিরিক্স-এন্ড্রু কিশোর-[Premer Somadhi Venge Lyrics-Andrew Kishore] 2 প্রেমের সমাধি ভেঙে লিরিক্স-এন্ড্রো কিশোর](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/images-84-300x157.jpg)
আমি ছিলাম তোমার
চোখের মনি
কেনো আঁধারে ডুবালে?
তুমি যাও চলে যাও
শুধু স্মৃতি রেখে যাও।
তোমার স্মৃতি স্মরণে
বেঁচে রব জীবনে,
আমি চোখের জলে
আমার হৃদয় ভেঙ্গে যায়।।
তীর ভাঙ্গা ঢেউ আমি নীড় ভাঙ্গা ঝড়
উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর,
চেয়ে ছিলাম আমি হৃদয়ে তোমার
সুখের প্রদীপ জ্বালাবো, আ.. ও..
সুখে যদি থাকো
আমি শত দুঃখে হেসে যাবো,
তুমি যাও চলে যাও
শুধু স্মৃতি রেখে যাও।
প্রেমের সমাধি ভেঙে
মনের শিকল ছিঁড়ে
পাখি যায় উড়ে যায়, আ..
তোমায় পাবোনা জানি
শুধু চোখের পানি
দিয়ে গেলে আমায়। আ..
খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না
বনেরও পাখি বনের মায়া ছাড়ে না।
আ আ আ
পাখি যায় উড়ে যায়,
প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে,
পাখি যায় উড়ে যায়
আমার হৃদয় ভেঙে যায়।।
![প্রেমের সমাধি ভেঙে লিরিক্স-এন্ড্রু কিশোর-[Premer Somadhi Venge Lyrics-Andrew Kishore] 3 প্রেমের সমাধি ভেঙে লিরিক্স-এন্ড্রো কিশোর](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/images-85-300x157.jpg)
এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ (মঞ্চনাম এন্ড্রু কিশোর হিসাবেই অধিক পরিচিত; ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “জীবনের গল্প আছে বাকি অল্প”, “হায়রে মানুষ রঙ্গীন ফানুস”, “ডাক দিয়াছেন দয়াল আমারে”, “আমার সারা দেহ খেয়ো গো মাটি”, “আমার বুকের মধ্যে খানে”, “আমার বাবার মুখে প্রথম যেদিন”, “ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা”, “সবাই তো ভালোবাসা চায়” প্রভৃতি।
![প্রেমের সমাধি ভেঙে লিরিক্স-এন্ড্রু কিশোর-[Premer Somadhi Venge Lyrics-Andrew Kishore] 4 প্রেমের সমাধি ভেঙে লিরিক্স-এন্ড্রো কিশোর](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/images-79-converted-converted-1-300x157.jpg)
কিশোর ছয় বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন। চলচ্চিত্রে তার প্রথম গান মেইল ট্রেন (১৯৭৭) চলচ্চিত্রের “অচিনপুরের রাজকুমারী নেই”। তিনি বড় ভাল লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের “হায়রে মানুষ রঙিন ফানুস” গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি সারেন্ডার (১৯৮৭), ক্ষতিপূরণ (১৯৮৯), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), কবুল (১৯৯৬), আজ গায়ে হলুদ (২০০০), সাজঘর (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮) চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।