বেহুলা লিরিক্স | behula lyrics | shunno | emil | tanvir Chowdhury

বেহুলা লিরিক্স | behula lyrics | shunno | emil | tanvir Chowdhury

শূন্য বাংলাদেশের জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ডগুলোর মধ্যে একটি যা ২০০৭ সালে ঢাকায় গঠিত হয়। এ পর্যন্ত তাদের পাঁচটি একক এবং পাঁচটি মিশ্র অ্যালবাম মুক্তি পেয়েছে। তাদের প্রথম অ্যালবাম নতুন স্রোত ২০০৮ সালে .

বেহুলা লিরিক্স

ব্যান্ডঃ শূন্য

 

 

বেহুলা লিরিক্স | behula lyrics | shunno | emil | tanvir Chowdhury

 

 

ভাগ্য আমায় ছোবল মা‌রে
র‌ক্তে বি‌ষের জ্বালা,
তু‌মি আমার আঁধার রা‌তে
একশ তারার মালা।
‌তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধ‌রে,
ভা‌লোবাসার গান শোনা‌বে
প্রা‌চিন কোনো সু‌রে।
ও‌ বেহুলা ..
আ‌মি মর‌লে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
ছাইড়া গেল স্বজন সুজন
তু‌মি তবু পা‌শে,
তোমার মতন এমন ক‌রে
আর কে ভা‌লোবা‌সে।
‌তোমার কায়া বড় মায়া
ব‌টের ছায়া চো‌খে,
আগ‌লে রা‌খো বন্ধু আমায়
এই দু‌নিয়া থে‌কে।
ও‌ বেহুলা ..
আ‌মি মর‌লে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
কা‌লো‌মে‌ঘে ডুব‌লো আকাশ
বজ্র হানাহা‌নি,
আকাশ জা‌নে তোমায় ভা‌লো
বা‌সি কতখা‌নি,
কা‌লো‌মে‌ঘে ডুব‌লো আকাশ
বজ্র হানাহা‌নি,
আকাশ জা‌নে তোমায় ভা‌লো
বা‌সি কতখা‌নি।
ও‌ বেহুলা ..
আ‌মি মর‌লে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
বেহুলা লিরিক্স | behula lyrics | shunno | emil | tanvir Chowdhury

behula lyrics in english

 

 

বেহুলা লিরিক্স | behula lyrics | shunno | emil | tanvir Chowdhury

 

 

Bhaggo amay chobol mare
Rokte bisher jwala
Tumi amar andhar raate
Eksho tarar mala
Tomar amar ei kahini
Hajar bochor dhore
Bhalobashar gaan shonabo
Prachin kono sure
O behula ami morle amar niye
Bhasaiyo bhela

 

বেহুলা লিরিক্স | behula lyrics | shunno | emil | tanvir Chowdhury

 

শূন্য ব্যান্ডঃ ভোকাল ইমরুল করিম এমিল ও লিড গিটারিস্ট শাকের রাজা মিলে ২০০৭ সালে ব্যান্ডটি গড়ে তোলেন। কিছুদিনের মধ্যে বেস গিটারিস্ট এন্ড্রু মাইকেল গোমেজ ও ড্রামার রাফাতুল বারী লাবিব তাঁদের সাথে যোগ দেন। একই বছর ফুয়াদ আল মুকতাদিরের বন্য অ্যালবামের প্রত্যাশা গানের মধ্য দিয়ে শূন্য ব্যান্ডের যাত্রা শুরু। ২০০৮ সালে রঙ নামক মিশ্র অ্যালবামে তাদের স্বপ্নঘুড়ি শিরোনামে একটি গান প্রকাশ পায়। সে বছরই তারা নতুন স্রোত নামে একক অ্যালবাম প্রকাশ করে। পরের বছর প্রকাশিত হয় শূন্যর দ্বিতীয় অ্যালবাম শত আশা। এই অ্যালবামের শত আশা গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ২০১১ ক্রিকেট বিশ্বকাপে গ্রামীণফোন গানটিকে আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করে।

২০১১ সালেই শূন্য প্রকাশ করে তাদের তৃতীয় অ্যালবাম গড়বো বাংলাদেশ। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের থিম সংও গায় শূন্য। ২০১৪ সালে প্রকাশিত হয় তাদের চতুর্থ অ্যালবাম ভাগো। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে চলো বাংলাদেশ গানটিতে কণ্ঠ দেয় দলটি। রবি প্রযোজিত দেশপ্রেমিকের গান শিরোনামের একটি গানেও কণ্ঠ দেয় তারা। সর্বশেষ ২০১৭ সালে প্রকাশিত হয় তাদের পঞ্চম অ্যালবাম লটারি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে তাদের আসন্ন ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে উৎসাহিত করার জন্য, তারা চলবে লড়াই গানটিও গেয়েছিল।

Leave a Comment