মধুর মধুর কথা কইয়া [ Modhur Modhur Kotha Koiya ]

মধুর মধুর কথা কইয়া [ Modhur Modhur Kotha Koiya ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ নাজনীন রুনা [ Nazneen Runa ]

 

মধুর মধুর কথা কইয়া

 

মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল

মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল
হায়গো আমার বন্ধে কি দোষে কান্দাইলো
হায়গো আমার বন্ধে কি দোষে কান্দাইলো

মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল
আমায় মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল
হায়গো আমার বন্ধে কি দোষে কান্দাইলো
হায়গো আমার বন্ধে কি দোষে কান্দাইলো

মনে ছিল আশাগো আমার প্রাণে ছিল আশা

বন্ধুর সনে গহীন বনে বাঁধবো সুখের বাসা

মনে ছিল আশাগো আমার প্রাণে ছিল আশা
বন্ধুর সনে গহীন বনে বাঁধবো সুখের বাসা
আমার আশার বাসা ভাইঙ্গা
দিয়া কার মায়া মজিল

আমার আশার বাসা ভাইঙ্গা বন্ধে

কার মায়া মজিল
হায়গো আমার বন্ধে কি দোষে কান্দাইলো
হায়গো আমার বন্ধে কি দোষে কান্দাইলো

কান্দে পোড়া আখি আমি কেমনে গৃহে থাকি
বন্ধুর জন্য ছটফট করে আমার পরান পাখি

কান্দে পোড়া আখি আমি কেমনে গৃহে থাকি
বন্ধুর জন্য ছটফট করে আমার পরান পাখি
আমি পন্থের দিকে চাইয়া থাকি
ওই বুঝি আসিলো

আমি পন্থের দিকে চাইয়া থাকি

ওই বুঝি আসিলো
হায়গো আমার বন্ধে কি দোষে কান্দাইলো
হায়গো আমার বন্ধে কি দোষে কান্দাইলো

আমি না দেখিলে মরি আমি উপায় কিযে করি
বন্ধুরে না পাইলে আমার গলায় দিব দড়ি

আমি না দেখিলে মরি আমি উপায় কিযে করি
বন্ধুরে না পাইলে আমার গলায় দিব দড়ি
লোকে বলবে আক্কাস দেওয়ান কি মরা মরিল
লোকে বলবে আক্কাস দেওয়ান কি মরা মরিল
হায়গো আমার বন্ধে কি দোষে কান্দাইলো

হায়গো আমার বন্ধে কি দোষে কান্দাইলো
মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল
আমায় মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল
হায়গো আমার বন্ধে কি দোষে কান্দাইলো
হায়গো আমার বন্ধে কি দোষে কান্দাইলো
হায়গো আমার বন্ধে কি দোষে কান্দাইলো
হায়গো আমার বন্ধে কি দোষে কান্দাইলো

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

মধুর মধুর কথা কইয়া [ Modhur Modhur Kotha Koiya ] নিয়ে কভার ঃ

 

আরও দেখুনঃ

Leave a Comment