মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে লিরিক্স [ Mone Pore Ruby Roy Kabitay Tomake Lyrics ] | R.D.Burman
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে লিরিক্স [ Mone Pore Ruby Roy Kabitay Tomake Lyrics ] | R.D.Burman
R.D.Burman
রাহুল দেব বর্মণ ছিলেন ভারতের একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং গায়ক। তিনি পঞ্চম বা পঞ্চম দা এবং আর. ডি. বর্মণ হিসেবেও পরিচিত ছিলেন। তিনি গায়ক কিশোর কুমার এবং গায়িকা লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে কে দিয়ে অনেক জনপ্রিয় গান বানিয়েছিলেন। রাহুল তার পরে আসা সঙ্গীত পরিচালকদের জন্য একটি অনুপ্রেরণা ছিলেন।
ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত রাহুল মোট ২৯২টি হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত এবং ৩১টি বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন। তার অনেক বাংলা গানের এ্যালবামও রয়েছে যেগুলো তিনি পুজার সময় বের করতেন এবং গৌরীপ্রসন্ন মজুমদার গীতিকার হিসেবে থাকতেন।
রাহুলের জন্ম কোলকাতাতে, তার বাবা শচীন দেববর্মণ একজন খ্যাতিমান সঙ্গীতজ্ঞ ছিলেন এবং মা মীরা দাসগুপ্ত ছিলেন গীতিকার। প্রাথমিকভাবে রাহুলের ডাকনাম টুবলু রাখা হয়েছিলো, এটা তার নানা রেখেছিলেন, পরে তার ডাকনাম পঞ্চম হয়ে ওঠে। কেউ কেউ বলে থাকেন সা রে গা মা পা এর ‘পা’ ধ্বনি দ্বারা রাহুল একদম ছোটোবেলায় ক্রন্দন করতেন তাই তার নাম সা রে গা মা পা এর পঞ্চম ধ্বনি অনুযায়ী পঞ্চম হয় বা ‘প’ অক্ষর থেকে পঞ্চম রাখা হয়। কেউ কেউ আবার এও বলেন যে অভিনেতা অশোক কুমার (১৯১১-২০০১) রাহুলের ডাকনাম পঞ্চম রেখেছিলেন।
Song:- Mone Pore Ruby Roy Singer:- R.D.Burman Music:- R.D.Burman
Lyrics:- Sachin Bhowmik
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে লিরিক্স [ Mone Pore Ruby Roy Kabitay Tomake Lyrics ] | R.D.Burman
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে লিরিক্স বাংলা :
মনে পড়ে রুবি রায়
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়
ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়
ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
রোদ জ্বলা দুপুরে
সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
একটি কিশোর ছেলে
একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়
ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
দ্বীপ জ্বলা সন্ধ্যায়
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
ও পাখি সেতো আসে নি
তুমি ভালোবাসোনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়
ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রায়
মনে পড়ে রুবি রায়
Mone Pore Ruby Roy Kabitay Tomake Lyrics in english :