মনে সাধ লয় যাইগো ফিরা [ Mone shadh loi jaigo fira ]

মনে সাধ লয় যাইগো ফিরা
লোকগান গাওয়া বাউলরা

“মনে সাধ লয় যাইগো ফিরা” গানটি একটি লোকগান বা লোকসংগীত,লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত।

মনে সাধ লয় যাইগো ফিরা [ Mone shadh loi jaigo fira ]

গানের জনরাঃ লোক সঙ্গীত

মনে সাধ লয় যাইগো ফিরা [ Mone shadh loi jaigo fira ]

মনে সাধ লয় যাইগো ফিরা আবার গায়ে
মাটির উপর দিয়ে হাটি খালি পায়ে ।।
রাইতের বেলা শুনতে যাইয়া আলোমতির গান
সুরে সুরে কাইন্দা কাইন্দা আকুল হইতো প্রাণ ।।
বাবার সাথে হাটে যাইতাম ।।মনে সাধ লয় যাইগো ফিরা
তালে তালে বইঠা বাইতাম, পানসি নায়ে-
মাটির উপর দিয়ে হাটি খালি পায়ে ।।
কাঁচা রসে খির পাকাইয়া ভাইজা গরম মুড়ি
বিহান বেলা খাইতে আমায় দিতো দাদীবুড়ি ।।
পান্তা ভাতে লবন দিয়া ।।
আসতো বাসন হাতে নিয়া, অমার মায়ে
মাটির উপর দিয়ে হাটি খালি পায়ে ।।

লোক সঙ্গীতঃ

মনে সাধ লয় যাইগো ফিরা

মনে সাধ লয় যাইগো ফিরা একটি লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। এর আবার অনেক ভাগ রয়েছে। এটি একটি দেশের বা দেশের যেকোনো অঞ্চলের কালচার সংস্কৃতিকে তুলে ধরে।  অনেকে ফোক বা লোকগীতি গানকে ওয়ার্ল্ড মিউজিকও বলে থাকেন।

সাধারণত কোন একটি অঞ্চলের নিজস্ব ঢঙে, সুর ও সঙ্গীত ব্যবহার করে, সে অঞ্চলের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহার করে এবং গানের কথায় সে অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতি ফুটিয়ে তোলার মাধ্যমে ফোক গানের সৃষ্টি করা হয়।

আমাদের দেশে জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদী, গম্ভীরাসহ আরও নানা ধরণের ফোক গানের সম্ভার রয়েছে। লালন সাই, হাসন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দিন আহমদ, আব্দুল আলীম, মমতাজ এরা নানা সময়ে নানা ধরণের ফোক সঙ্গীত সৃষ্টি করে এবং গেয়ে জনপ্রিয় হয়েছেন। বর্তমান সময়ে লালন ব্যান্ড, জলের গান, অর্ণবসহ অনেক শিল্পী রয়েছেন যারা ফোক ফিউশন গান করে থাকেন। এছাড়াও আমেরিকাতে বব ডিলান, বব গিবসন, জন ডেনভারের মত শিল্পীরা ফোক গানের জন্য বিখ্যাত।

আরও দেখুনঃ 

 

Leave a Comment