মরে যাক লিরিক্স [ More Jak Lyrics ] । প্রীতম হাসান । Pritom Hasan

মরে যাক লিরিক্স [ More Jak Lyrics ]

প্রীতম হাসান । Pritom Hasan

 

মরে যাক লিরিক্স [ More Jak Lyrics ] । প্রীতম হাসান । Pritom Hasan

 

প্রীতম হাসান একজন বাংলাদেশী সঙ্গীত পরিচালক, সঙ্গীতশিল্পী, মডেল ও অভিনেতা। বেশ কয়েকটি একক সঙ্গীতায়োজনসহ দেবী চলচ্চিত্রের জন্য গান সুর করেন। তিনি “খোকা” গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রীতমের জন্ম ঢাকায়। তার বাবা সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলু এবং মা ফাতেমা হাসান পলাশ। তার ভাই সঙ্গীতশিল্পী প্রতীক হাসান। বর্তমানে তিনি বারিধারা, বসুন্ধরায় পরিবারের সাথেই বসবাস করেন।

প্রীতম গুলশান কমার্স কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছেন। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন।

 

মরে যাক লিরিক্স [ More Jak Lyrics ] । প্রীতম হাসান । Pritom Hasan

 

মরে যাক লিরিক্স

আমার যা পছন্দ নয়
তা আমি পুড়িয়ে ফেলি (2x)

তুমি হাসলে যে ফোটে ফুল
সবখানে
তাই তো আমি করি যে ভুল
বারে বারে
তুমি যেখানে সেখানে
পাখিরা ডাকে
সে পাখিরা কেউ তো চেনে না
আমাকে
যদি তুমি, জানতে চাও
কি চাই আমি পৃথিবীতে
রাখবে কি আড়াল করে?
না হয়ে অবাক?

 

মরে যাক লিরিক্স [ More Jak Lyrics ] । প্রীতম হাসান । Pritom Hasan

 

আমি তো চাই পৃথিবীর,
সবাই মরে যাক
শুধু তোমার ফুল তোমার
পাখিরা বেঁচে থাক

আমি তো চাই পৃথিবীর,
সবাই মরে যাক
শুধু আমার ফুল তোমার
হাসিরা বেঁচে থাক

পলক বিহীন এ আয়নাতে
চেয়ে থাক যদি
সে ভেঙ্গে যাবে, সে ভেঙ্গে যাবে
তোমার প্রিয় তারা দল
ভুলে গেছে আমাকে
অনেক আগে, অনেক আগে
যদি তুমি জানতে চাও
কত ব্যাথা এ হৃদয়ে
শুনবে কি সময় নিয়ে?
না করে রাগ?

 

মরে যাক লিরিক্স [ More Jak Lyrics ] । প্রীতম হাসান । Pritom Hasan

 

আমি তো চাই পৃথিবীর,
সবাই মরে যাক
শুধু তোমার ফুল তোমার
পাখিরা বেঁচে থাক

আমি তো চাই পৃথিবীর,
সবাই মরে যাক
শুধু আমার ফুল তোমার
হাসিরা বেঁচে থাক

আমার যা পছন্দ নয়
তা আমি পুড়িয়ে ফেলি

সবাই মরে যাক,
আমার যা পছন্দ নয়
তা আমি পুড়িয়ে ফেলি (2X)

 

More Jak Lyrics

Amar ja pochondo noy
Ta ami puriye feli (2x)

 

মরে যাক লিরিক্স [ More Jak Lyrics ] । প্রীতম হাসান । Pritom Hasan

 

Tumi hashle je fute ful
Sobkhane
Tai to ami kori je bhul
Bare Bare
Tumi Jekhane Sekhane
Pakhira Dake
Se pakhira kew to chene na
Amake
Jodi tumi jante chaw
Ki chai ami prithibite
Rakhbe ki aral kore?
Na hoye obak

Ami to chai prithibir
Sobai morey jak
Sudhu tomar ful tomar
Pakhira beche thak

 

মরে যাক লিরিক্স [ More Jak Lyrics ] । প্রীতম হাসান । Pritom Hasan

আরও দেখুনঃ

ও মদিনার মাটিরে গজল লিরিক্স [ O Modinar Matire Gojol Lyrics] । Jubayer Ahmad Tashrif

Leave a Comment