মহান বিচারপতি [ Mohan Bicharpoti ]

মহান বিচারপতি
মনির খান

“মহান বিচারপতি” গানটি খুবই জনপ্রিয় একটি গান । গানটি গেয়েছেন বাংলাদেশ এর সংগীতশিল্পী মনির খান । মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তার সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্ৰকাশ করেছেন।

মহান বিচারপতি [ Mohan Bicharpoti ]

প্রথম রেকর্ডের কণ্ঠশিল্পীঃ মনির খান । 

মহান বিচারপতি [ Mohan Bicharpoti ]

জীবনদাতা হে বিধাতা মহান বিচারপতি

তুমি থাকতে কেন আমার করুণ পরিনতি
মহান বিচারপতিতোমার কাছে বিচার না পেলে

বিচারপতি তোমার কাছে
বিচার না পেলে
কোথায় বিচার পাবো আমি
কার কাছে গেলে
কার কাছে গেলে,
বিচারপতি তোমার কাছে
বিচার না পেলে
কোথায় বিচার পাবো আমি
কার কাছে গেলে
কার কাছে গেলে।
মানুষের সুবিবেক বিচার
বন্দী টাকার ফান্দে
কোর্ট কাচারির দ্বারে দ্বারে
সু-বিচারের বানী কান্দে,
মানুষের সুবিবেক বিচার
বন্ধী টাকার ফান্দে
কোর্ট কাচারির দ্বারে দ্বারে
সু-বিচারের বানী কান্দে।

কতো দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়

মহান বিচারপতি
মনির খান
দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়
নির্দোষিরাই জেলে
কোথায় বিচার পাবো আমি
কার কাছে গেলে
কার কাছে গেলে
বিচারপতি তোমার কাছে
বিচার না পেলে
কোথায় বিচার পাবো আমি
কার কাছে গেলে
কার কাছে গেলে।
নালিশ আমার যদি তোমার
সত্য মনে হয়
তবে নালিশের চাই সুবিচার
অনুকম্পা নয়,
নালিশ আমার যদি তোমার
সত্য মনে হয়
তবে নালিশের চাই সুবিচার
অনুকম্পা নয়।
ওরে কিছুই কি বুঝোনা তুমি
কিছুই কি বুঝোনা তুমি
দেখোনা চোখ মেলে
কোথায় বিচার পাবো আমি
কার কাছে গেলে
কার কাছে গেলে।
বিচারপতি তোমার কাছে
বিচার না পেলে
কোথায় বিচার পাবো আমি
কার কাছে গেলে
কার কাছে গেলে
বিচারপতি তোমার কাছে
বিচার না পেলে
কোথায় বিচার পাবো আমি
কার কাছে গেলে
কার কাছে গেলে।

মনির খানঃ

মহান বিচারপতি
মনির খান

মহান বিচারপতি গানের গায়ক মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। মনির খান ১৯৭২ সালের ১ আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ মাহবুব আলী খান একজন স্কুল শিক্ষক এবং মাতা মোছা. মনোয়ারা খাতুন একজন গৃহিণী। গুণী এই শিল্পীর বাল্যকাল কেটেছে নিজ গ্রামেই। বন্ধুদের সাথে খেলাধুলা, ছোটাছুটি, পুকুরে সাঁতারকাটা আর মাছ ধরা সবমিলিয়ে এক আনন্দঘন পরিবেশে বেড়ে উঠেছেন মনির খান। এত কিছুর মধ্যেও ছোট বেলা থেকেই তার গানের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল। স্থানীয় অনেক গুরুজনদের কাছে গান শিখেছেন। তবে সঙ্গীতের হাতেখড়ি হয় মূলত রেজা খসরুর কাছে ।

১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন।১৯৯১ সালের ৫ই সেপ্টেম্বর এখান থেকে এন. ও. সি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকাতে আসার পরও তিনি বেশ কিছু গুরুজনদের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবুবক্কার সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ, অনুপ চক্রবর্তীসহ আরও অনেকে।

আরও দেখুনঃ

Leave a Comment