মাগো আর তোমাকে লিরিক্স [ Mago Aar Tomake lyrics ]
সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin
সাবিনা ইয়াসমিনএকজন বাংলাদেশি নেপথ্য সঙ্গীতশিল্পী। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন।
শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
সাবিনা শৈশব থেকে গানের তালিম নেওয়া শুরু করেন। তিনি সাত বছর বয়সে প্রথম মঞ্চানুষ্ঠানে অংশ নেন এবং খেলাঘর নামে একটি বেতার অনুষ্ঠানে ছোটদের গান করতেন।
১৯৬২ সালে নতুন সুর চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে ছোটদের গানে অংশ নেন। চলচ্চিত্রে পূর্ণ নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৭ সালে আগুন নিয়ে খেলা চলচ্চিত্রের মধ্য দিয়ে।
১৯৭২ সালে অবুঝ মন চলচ্চিত্রের “শুধু গান গেয়ে পরিচয়” গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথম জনপ্রিয়তা অর্জন করেন।
১৯৭৬ সালে প্রদত্ত ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি সুজন সখী চলচ্চিত্রের “সব সখীরে পার করিতে” গানের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং এরপর গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), সুন্দরী (১৯৭৯) ও কসাই (১৯৮০) চলচ্চিত্রের জন্য টানা আরও তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
মাগো আর তোমাকে লিরিক্স [ Mago Aar Tomake lyrics ] । সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin
মাগো আর তোমাকে লিরিক্স
ঘুমপাড়ানি মাসি হতে দেবো না
মাগো আর তোমাকে
ঘুমপাড়ানি মাসি হতে দেবো না
তোমার মাথার খোঁপারই ফুল বাসি হতে দেবো না
তোমায় মাগো কারো ঘরের দাসী হতে দেবো না
তোমায় মাগো কারো ঘরের দাসী হতে দেবো না
বর্ণমালা শাড়ি পরালাম, কৃষ্ণচূড়ার টিপ পরালাম
হাসতে শেখালাম তোমায়, কাঁদতে শেখালাম
আমি বুকের মাঝে লিখে নিলাম নাম
![মাগো আর তোমাকে লিরিক্স [ Mago Aar Tomake lyrics ] । সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin 3 মাগো আর তোমাকে লিরিক্স [ Mago Aar Tomake lyrics ] । সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_200/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/65d77c5e-sabina-yasmin-300x200.jpg)
তোমার মাথার খোঁপার ই ফুল বাসি হতে দেবো না
তোমায় মাগো কারো ঘরের দাসী হতে দেবো না
তোমায় মাগো কারো ঘরের দাসী হতে দেবো না
প্রতিবাদের ভাষা শিখালাম, জীবন জয়ী যুদ্ধ শেখালাম
চলতে শেখালাম তোমায়, বলতে শেখালাম, ওগো
যাচাই করে দিলাম তোমার দাম
মাগো আর তোমাকে
ঘুমপাড়ানি মাসি হতে দেবো না
তোমার মাথার খোঁপারই ফুল বাসি হতে দেবো না
তোমায় মাগো কারো ঘরের দাসী হতে দেবো না
তোমায় মাগো কারো ঘরের দাসী হতে দেবো না
তোমায় মাগো কারো ঘরের দাসী হতে দেবো না
![মাগো আর তোমাকে লিরিক্স [ Mago Aar Tomake lyrics ] । সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin 4 মাগো আর তোমাকে লিরিক্স [ Mago Aar Tomake lyrics ] । সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_169/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/sabina-yasmin-politician-b2359ae4-20ad-46ca-99fa-f22c834e6c3-resize-750-300x169.jpeg)
Mago Aar Tomake lyrics
Mago aar tomake ghum paraani
mashi hote debona |
tomar mathar khopar e ful
baashi hote debona
tomae maago kaaro ghorer
daashi hote debona ||
Bornomalar shaari poralaam
krishnochurar tip poralaam |
hashte shikhalaam tomae
kaadte shikhalaam ami
buker majhe likhe nilaam naam
Tomae aar kokhono bhenge jawa
baanshi hote debona
tomar mathar khopar e ful
baashi hote debona
tomae maago kaaro ghorer
daashi hote debona ||
Protibaader bhasha shikhalaam
jibon joyii juddho shikhalaam |
cholte shikhalaam tomaae
bolte shikhalaam ogo
jachaai kore dilam tomar daam
Ami aar kokhono tomar golae
faashi hote debona
tomar mathar khopar e ful
baashi hote debona
tomae maago kaaro ghorer
daashi hote debona ||
মাগো আর তোমাকে লিরিক্স [ Mago Aar Tomake lyrics ] । সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin
আরও দেখুনঃ