মিছে মায়ায় মজিয়ে মন [ Miche Mayay Mojiye Mon ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ শাহীন হোসেন [ Shaheen Hossain ]
মিছে মায়ায় মজিয়ে মন
তুমি বা কার কে বা তোমার এই সংসারে
মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে।।
এত পিরিত দন্ত জিহ্বায়
কায়দা পেলে সেও সাজা দেয়।
স্বল্পেতে সব জানিতে হয় ভাব নগরে।।
সময়ে সকলই সখা
অসময় কেউ দেয় না দেখা।
যার পাপে সে ভোগে একা
চার যুগে রে।।
আপনি যখন নয় আপনার
কারে বলো আমার আমার।
সিরাজ সাঁই কয় লালন তোমার
জ্ঞান নাহি রে।।
![মিছে মায়ায় মজিয়ে মন [ Miche Mayay Mojiye Mon ] 2 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)
লালন শাহ :
লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন।
তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।
মিছে মায়ায় মজিয়ে মন [ Miche Mayay Mojiye Mon ] নিয়ে কভার ঃ
![মিছে মায়ায় মজিয়ে মন [ Miche Mayay Mojiye Mon ] 1 মিছে মায়ায় মজিয়ে মন [ Miche Mayay Mojiye Mon ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/মিছে-মায়ায়-মজিয়ে-মন.webp)