মোদের গরব মোদের আশা লিরিক্স [ Moder gorob moder asha lyrics] | Atulprasad Sen

মোদের গরব মোদের আশা লিরিক্স [ Moder gorob moder asha lyrics] | Atulprasad Sen

 

 

image মোদের গরব মোদের আশা লিরিক্স [ Moder gorob moder asha lyrics] | Atulprasad Sen

 

 

অতুল প্রসাদ সেন ছিলেন একজন বাঙালি সুরকার, গীতিকার এবং গায়ক, এবং এছাড়াও একজন আইনজীবী, সমাজসেবী, শিক্ষাবিদ এবং লেখক ছিলেন। অতুল প্রসাদ সেন রাম প্রসাদ সেন এবং হেমন্ত শশীর জ্যেষ্ঠ সন্তান হিসেবে বর্তমানে বাংলাদেশে অবস্থিত ফরিদপুর জেলার দক্ষিণ বিক্রমপুরের মাগর গ্রামের বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন।

তৎকালীন প্রথা মেনে ঢাকায় তার মামার বাড়িতে অতুলের জন্ম হয়। তাঁর মাতামহ কালী নারায়ণ গুপ্ত অতুল প্রসাদকে সঙ্গীত ও ভক্তিমূলক গানে দীক্ষা দেন। অতুল প্রসাদের মা পরে 1890 সালের জুন মাসে ব্রাহ্মসমাজ সংস্কারক দুর্গা মোহন দাসকে বিয়ে করেন।

প্রথমে অতুল প্রসাদ এই বিয়ে মেনে নিতে পারেননি। সময়ের পরিক্রমায় দুর্গা মোহন ও হেমন্ত শশীর সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়ে ওঠে।

সরলা দেবী তার ডায়েরি জীবনের ঝরাপাতা এ বর্ণনা করেছেন যে দুর্গা মোহন, তার স্ত্রী ব্রহ্মময়ীর মৃত্যুর পর, তার ব্যস্ত বাহ্যিক জীবন সত্ত্বেও, তার সন্তানদের খুব যত্ন করেছিলেন।

এটি তার বড় মেয়ে আবালা, যার তার বৃদ্ধ পিতার সুস্থতার জন্য উত্সাহী এবং ধারাবাহিক প্রচেষ্টা দুর্গা মোহনকে হেমন্ত শশীকে বিয়ে করতে রাজি করেছিল। দুর্গা মোহন তার সৎ সন্তানদের প্রতিও সম্ভাব্য সব ধরনের যত্ন নিয়েছিলেন এবং তাদের নিজের সন্তানের মতো আচরণ করতেন

Song: Moder Gorob Moder Asha
Lyrics & Tune: Atulprasad Sen

 

মোদের গরব মোদের আশা লিরিক্স [ Moder gorob moder asha lyrics] | Atulprasad Sen

 

 

atul prasad sen cover sixteen nine মোদের গরব মোদের আশা লিরিক্স [ Moder gorob moder asha lyrics] | Atulprasad Sen

 

মোদের গরব মোদের আশা লিরিক্স বাংলা :

 

মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

মাগো তোমার কোলে,
মাগো তোমার কোলে, তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

কি যাদু বাংলা গানে,
কি যাদু বাংলা গানে
গান গেয়ে দাঁড় মাঝি টানে….
গেয়ে গান নাচে বাউল,
গেয়ে গান নাচে বাউল
গান গেয়ে ধান কাটে চাষা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

বিদ্যাপতি, চণ্ডী-গোবিন্‌, হেম-মধু, বঙ্কিম-নবীন…
বিদ্যাপতি, চণ্ডী-গোবিন্‌, হেম-মধু, বঙ্কিম-নবীন।
ঐ ফুলেরই মধুর রসে
ঐ ফুলেরই মধুর রসে, বাঁধলো সুখে মধুর বাসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

বাজিয়ে রবি তোমার বীণে,
আনলো মালা জগৎ জিনে।
বাজিয়ে রবি তোমার বীণে,
আনলো মালা জগৎ জিনে…
তোমার চরণ-তীর্থে মাগো
তোমার চরণ-তীর্থে মাগো
আজি জগৎ করে যাওয়া-আসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

ঐ ভাষাতেই প্রথম বোলে,
ডাকনু মায়ে ‘মা, মা’ বলে;
আমি ঐ ভাষাতেই প্রথম বোলে,
ডাকনু মায়ে ‘মা, মা’ বলে।
ঐ ভাষাতেই বলবো হরি,
আমি ঐ ভাষাতেই বলবো হরি
সাঙ্গ হলে কাঁদা হাসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

মাগো তোমার কোলে,
মাগো তোমার কোলে, তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা…

 

1608323325 5fdd10fd842a0 image মোদের গরব মোদের আশা লিরিক্স [ Moder gorob moder asha lyrics] | Atulprasad Sen

 

 

Moder gorob moder asha lyrics in english :

Moder gorob moder asha
mago tomar kole tomar bole
kotoi shanti bhalobasha II

Ki jadu bangla gaane
gaan geye daar majhi tane
geye gaan nache baul
gaan geye dhaan kate chasha

Bidda poti chonddi gobin
e modhu bonkim o nobin
oi phuler e modhu roshe
badhlo shuker modhur basha

Moder gorob moder asha

Bajiye robi tomar beene
anlo mala jogot jeene II
tomar choron tirthe mago
tomar choron tirthe aaj jogot kore jaowa asha
amori bangla bhasha…

 

মোদের গরব মোদের আশা লিরিক্স [ Moder gorob moder asha lyrics] | Atulprasad Sen
Atulprasad Sen

 

 

আরও দেখুন :

Leave a Comment