যখন অসহ্য হয় শ্বাসরুদ্ধ হয়ে আসে – সলীল চৌধুরী । PSLP 1724

যখন অসহ্য হয় শ্বাসরুদ্ধ হয়ে আসে – সলীল চৌধুরী

যখন অসহ্য হয় শ্বাসরুদ্ধ হয়ে আসে - সলীল চৌধুরী । PSLP 1724

যখন অসহ্য হয় শ্বাসরুদ্ধ হয়ে আসে

যখন অসহ্য হয় শ্বাসরুদ্ধ হয়ে আসে,
মনে হয় এইবার ফেটে যাবে দম,
তখন আমার হয়ে শ্বাস ফেলে আমার কলম ।।

মাঝে মাঝে মনে হয় এইবার ভেঙে যাব
দুর্বিষহ জীবনের ভারে
অন্ধকারে ঢেকে যায় আশার সবিতা,
তখন খানিক ভার নিজ কাঁধে তুলে নেয়
আমার কবিতা৷৷

এ এক বিচিত্র পেশা, নিজেকে মাথায় করে,
দোরে দোরে হেঁকে হেঁকে ফেরি করে ফেরা!
বঞ্চনা কে অভ্যাসের ওড়না দিয়ে ঘেরা,
তবুও যখন তীক্ষ্ণধার হয়ে ওঠে বেনেদের ছুরি
তখন তোমায় মনে করি ৷৷

মনে করি কোনো এক বিচিত্র সন্ধ্যায়
তুমি পাশে বসেছিলে, শুধু মৃদু হেসেছিলে,
দূরে দূরে ডেকেছিল নাম হারা
কোনো এক পাখি,
তুমি কোনো কথা বলোনিক,
তবু তাকে
মনে মনে প্রেম বলে ডাকি ।।

Music Gurukul logo of Gurukul Online Learning Network 350X70 V.02

প্রকাশ কাল : ১৯৯০
কথা ও সুর : সলিল চৌধুরী
শিল্পী : শিবাজী চট্টোপাধ্যায়
PSLP 1724

 

 

YaifwwriN4BzRFCyqbslL4 যখন অসহ্য হয় শ্বাসরুদ্ধ হয়ে আসে - সলীল চৌধুরী । PSLP 1724
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Leave a Comment