যত দেখি তত লিরিক্স [ Joto Dekhi Toto Lyrics ] । সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর । Sabina Yasmin And Andrew Kishore

যত দেখি তত লিরিক্স [ Joto Dekhi Toto Lyrics ]

সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর । Sabina Yasmin And Andrew Kishore

Movie: Hridoyer Ayna

যত দেখি তত লিরিক্স [ Joto Dekhi Toto Lyrics ] । সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর । Sabina Yasmin And Andrew Kishore

সাবিনা ইয়াসমিন (জন্ম: ৪ সেপ্টেম্বর ১৯৫৪) একজন বাংলাদেশি নেপথ্য সঙ্গীতশিল্পী। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ (মঞ্চনাম এন্ড্রু কিশোর হিসাবেই অধিক পরিচিত; ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।

যত দেখি তত লিরিক্স [ Joto Dekhi Toto Lyrics ] । সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর । Sabina Yasmin And Andrew Kishore

যত দেখি তত লিরিক্স [ Joto Dekhi Toto Lyrics ] । সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর । Sabina Yasmin And Andrew Kishore

যত দেখি তত লিরিক্স

যত দেখি ততো ভালো লাগে
যত দেখি ততো ভালো লাগে
এতো ভালো কেন যে লাগেনি আগে
বলনা..
তুমি বলনা
বলনা..
তুমি বলনা
যত দেখি ততো ভালো লাগে
এতো ভালো কেন যে লাগেনি আগে
জানিনা..
আমি জানি না
জানিনা…
আমি জানি না।
তুমি চাঁদের জোছনা নও গানের লিরিক্স | tumi cader joshna nou lyrics | এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন
সঙ্গী পেলাম, বন্ধু পেলাম পেলাম প্রিয় জন
সঙ্গী পেলাম, বন্ধু পেলাম পেলাম প্রিয় জন
আর নেইতো চাওয়া, আর নেইতো পাওয়া
তবু কেন মন ভরেনা…
বলনা
তুমি বলনা
জানি না
আমি জানি না
যত দেখি ততো ভালো লাগে
এতো ভালো কেন যে লাগেনি আগে
যত দেখি ততো ভালো লাগে
এতো ভালো কেন যে লাগেনি আগে।
download 2022 07 20T043601.832 যত দেখি তত লিরিক্স [ Joto Dekhi Toto Lyrics ] । সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর । Sabina Yasmin And Andrew Kishore
সপ্ন দিলাম, আশা দিলাম দিলাম এই জীবন
সপ্ন দিলাম, আশা দিলাম দিলাম এই জীবন
এতো কাছে আসি, এতো ভালো বাসি
তবু কেন সাধ মিটে না….
বলনা
তুমি বলনা
জানি না
আমি জানি না
যত দেখি ততো ভালো লাগে
এতো ভালো কেন যে লাগেনি আগে
যত দেখি ততো ভালো লাগে
এতো ভালো কেন যে লাগেনি আগে
বলনা
তুমি বলনা
জানি না
আমি জানি না।

আরও দেখুনঃ

Leave a Comment