রাগ কল্যাণ

রাগ কল্যাণ হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের কল্যাণ ঠাট এর একটি রাগ। এই রাগটিকে শ্রী রাগের সপ্তম পুত্র মনে করা হয়। অনেকে ইমনকে কল্যাণ রাগই মনে করে থাকেন। কারণ কল্যাণেও তীব্র ক্ষা এর ব্যবহার। কিন্তু কল্যাণ রাগে শুদ্ধ মধ্যমও ব্যবহার হয়।

 

Music Gurukul logo of Gurukul Online Learning Network 350X70 V.02

রাগ কল্যাণ

Music GOLNLogo 350X70 02 রাগ কল্যাণ

 

আরোহণ : স র গ প ধ র্স

অবরোহণ : র্স ন ধ প হ্ম গ র স।
ঠাট : কল্যাণ

জাতি : ঔড়ব-সম্পূর্ণ

বাদীস্বর : গ

সমবাদী স্বর : ধ

সময় : রাত্রি প্রথম প্রহর।

পকড় : গ, রস, ন্‌ধপ্, স, গর, পর, স।

 

রাগ কল্যাণ রাগ কল্যাণ

 

আরও দেখুন:

Leave a Comment