রাগ খাম্বাজ

রাগ খাম্বাজ উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির একটি রাগ। খাম্বাজ ঠাটের জনক রাগ হল– খাম্বাজ। এই রাগে নিষাদ কোমল, বাকি সকল স্বর শুদ্ধ। এর আরহণে ঋষভ বর্জিত হয়। এই কারণে এই রাগের জাতি ষাড়ব-সম্পূর্ণ হিসাবে বিবেচিত হয়। এই রাগে ধৈবত স্বর বিশেষ যত্নে ব্যবহার করা হয়। এর অবরোহে পঞ্চম বক্রভাবে লাগানো হয়ে থাকে। খাম্বাজ ঠাটের অন্তর্গত হলেও আরোহে তীব্র নিষাদ ব্যবহার করা হয়। এর রাগের বিশেষ বৈশিষ্ট্য হলো- গ, ম, প ন স্বর-সমূহে আন্দোলিত হয়।

রাগ খাম্বাজ

আরোহণ: স গ ম প ধ ন র্স

অবরোহণ : র্স ণ ধ প ম গ র স
ঠাট: খাম্বাজ

রাগ নারায়ণী

জাতি : ষাড়ব-সম্পূর্ণ (আরোহে ঋষভ বর্জিত)

বাদীস্বর : নিষাদ
সমবাদী স্বর : গান্ধার

Google News Channel Logo

 

অঙ্গ : উত্তরাঙ্গ।
সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।
পকড় : গ ম প ধ ন, র্স ন র্স, ণ ধ, ম প ধ, ম গ

 

রাগ নারায়ণী

 

তথ্যসূত্র:
রাগ বিন্যাস (প্রথম কলি)। শ্রীশচীন্দ্র নাথ ভট্টাচার্য্য। এস, চন্দ্র এন্ড কোং। শারদীয়া সপ্তমী, সেপ্টেম্বর ১৯৭৬।
हिन्दुस्थानी सङ्गीत पद्धति क्रमिक पुस्तक मालिका दुसरी पुस्तक। পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে। এপ্রিল ১৯৫৪।

আরও পড়ুন:

Leave a Comment